, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

সিলেটের এমপি সেলিম উদ্দিনের গাড়ি আটকে দিলেন এক সাহসী ট্রাফিক পুলিশ”

প্রকাশ: ২০১৭-১১-২০ ১৭:৫৪:৫২ || আপডেট: ২০১৭-১১-২০ ১৭:৫৪:৫২

Spread the love

সিলেটের এমপি সেলিম উদ্দিনের গাড়ি আটকে দিলেন এক সাহসী ট্রাফিক পুলিশ"
সিলেটের এমপি সেলিম উদ্দিনের গাড়ি আটকে দিলেন এক সাহসী ট্রাফিক পুলিশ”
নিউজ ডেস্কঃ‘রং সাইড’ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সিলেট-৫ (জকিগঞ্জ-কাইনাইঘাট) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) সেলিম উদ্দিনের গাড়ির সামনে পথ আগলে দাঁড়ান সাহসী ট্রাফিক পুলিশের এক সদস্য। এতে ঐ ট্রাফিক পুলিশের দিকে ক্ষিপ্ত হয়ে তেড়ে যান এমপি সেলিম।

রবিবার রাতে রাজধানীর শান্তিনগরের ব্যস্ততম বেইলি রোড মোড়ে ঘটে এমন ঘটনা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সংসদ সদস্য’ স্টিকার লেখা একটি গাড়ি উল্টো পথে আসলে গাড়ির সামনে পথ আগলে দাঁড়ান সাহসী এক ট্রাফিক পুলিশের সদস্য। এরপর এমপি সেলিম উদ্দিন গাড়ি থেকে নেমে ঐ পুলিশ সদস্যের দিকে রাগান্বিত হয়ে তেড়ে যান।

এসময় উপস্থিত জনতা মোবাইল ক্যামেরায় শুরু হয় এ দৃশ্য ধারণ করা শুরু করলে, তাড়তাড়ি গাড়ি ঘুরিয়ে এলাকা ছাড়েন সিলেট-৫ (জকিগঞ্জ-কাইনাইঘাট) আসনের জাতীয় পার্টির এই সংসদ সদস্য।

প্রত্যক্ষদর্শীর মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায় সিলেট-৫ (জকিগঞ্জ-কাইনাইঘাট) আসনের জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিনের ‘ঢাকা মেট্রো ঘ-১৫০০০৩’ নাম্বারের গাড়িটিই এই ঘটনার মধ্যে পড়ে।

প্রত্যক্ষদর্শীর আরো জানান, এমপির গাড়ি থামানোর পর গাড়ি থেকে নেমে আসেন এমপি। তখন ট্রাফিক পুলিশের সদস্য তাকে সাইনবোর্ড দেখিয়ে বলেন, ‘সাইনবোর্ড-এ দেখেন লেখা আছে, এদিকে রংসাইডে যাওয়া যাবে না’।

এদিকে প্রত্যক্ষদর্শীর মোবাইল ফোন থেকে ‘ট্রাফিক এলার্ট’ ফেসবুক ভিত্তিক একটি ফেসবুক গ্রুপ থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কয়েক হাজার বার শেয়ার হয়ে গেছে ভিডিওটি।

এমপি সেলিম গত নির্বাচনে সিলেট-জকিগঞ্জ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হন। পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার প্রবাসী এই নেতা এর আগে সিলেট জেলা জাতীয় পার্টির আহবায়ক ছিলেন। তবে বেশিরভাগ সময় লন্ডনেই থাকেন সিলেট-৫ (জকিগঞ্জ-কাইনাইঘাট) আসনের জাতীয় পার্টির এই সংসদ সদস্য (এমপি) সেলিম উদ্দিন।সুত্রঃ আরটিএনএন।

Logo-orginal