, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

নাসির ত্রাসে তলানিতে চিটাগাং ভাইকিংস

প্রকাশ: ২০১৭-১২-০৩ ১৪:২৯:১২ || আপডেট: ২০১৭-১২-০৩ ১৪:২৯:১২

Spread the love

নাসির ত্রাসে তলানিতে চিটাগাং ভাইকিংস
ক্রীড়া ডেস্ক: ভাইকিংস শিবিরে ত্রাস সৃষ্টি করেছেন নাসির হোসেন। বল হাতে এলেই আর খালি হাত ফিরছেন না। চার ওভারে তার শিকার হয়েছেন পাঁচজন। এর জন্য খরচ হয়েছে ৩১ রান। তার বোলিং তাণ্ডবে চিটাগং ৪৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট।

প্রথম ওভারে নাসির নিয়েছেন দুই উইকেট। এরপর বাকি তিন ওভারে তিনটি উইকেট। চতুর্থ ওভারে তার শিকার হয়েছেন ভ্যান জিল।

একাই তুল নিলেন চার-চারটি উইকেট। তাও মাত্র তিন ওভারে। দিয়েছেন ২১ রান। তার ঘূর্ণিতে কুপোকাত হয়েছেন চারজন।

চিটাগং ভাইকিংসের সংগ্রহ ৫ উইকেটে ৩১ রান। নাসিরের চারটি, বাকি উইকেটটি শিকার করেছেন শরিফুল্লাহ।

নাসিরের সর্বশেষ শিকার তানবির হায়দার। নিজের তৃতীয় ওভারের শেষ বলে তানবিরকে মাত্র ৪ রানে সাজঘরে ফেরান।

প্রথম ওভারেই তাণ্ডব চালালেন নাসির

আজকের ম্যাচটি হারলে বিপিএলে থাকার শেষ আশার আলোটুকুও নিভে যাবে। তাই বল হাতে শুরুতেই তাণ্ডব চালালেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিদায় করলেন লুক রনকিকে। প্রথম বলেই ছক্কা হাকিয়েছিলেন তিনি। তাই সেই ছক্কা নিয়েই সাজঘরে ফিরেন তিনি।

পরের তিন বলে ১ রান নেন রিসি। শেষ বলে শিকার করেন সৌম্য সরকারকে। কোনো রান না করেই ফিরেন তিনি।

নিজের দ্বিতীয় ওভারে এসে আবারো বিধ্বংসী রূপে ফিরেন নাসির। সাজঘরে ফেরান রিসিকে। তার সংগ্রহ ছিল ১২ রান।

আজ জিতলে প্লে-অফের আশা জিইয়ে থাকবে সিলেটের। তবে সেটা খুব বেশি সময় পর্যন্ত নয়। সন্ধ্যায় খুলনা টাইটানসের বিপক্ষে রংপুর রাইডার্স জিতলেই সে আশায় গুঁড়ে বালি। কারণ প্লে-অফে যেতে হলে হয় সিলেটকে আজসহ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে শেষ ম্যাচে জিততে হবে। মানে শেষ দুটি ম্যাচে জয় ছাড়া কোনো উপায় নাই। পাশাপাশি রংপুরকে শেষ দুটি ম্যাচে হারতে হবে।

এ দুটির একটি না হলেই এবারের আসর থেকে বাদ পড়বে নাসির হোসেনের সিলেট।

অথচ আসরের উদ্বোধনী ম্যাচসহ পরের তিনটি ম্যাচে টানা জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল সিলেট সিক্সার্স। তবে পরের দুটি পর্বে একটি ম্যাচও জিততে না পারায় এখন অবস্থান ৬ষ্ঠ স্থানে। সংগ্রহ সাত পয়েন্ট।

অপরদিকে আসর থেকে ছিটকে গেছে চিটাগং। আছে পয়েন্ট টেবিলের তলানিতে। সংগ্রহ মাত্র ৫ পয়েন্ট। উৎস: নয়া দিগন্ত।

Logo-orginal