, শুক্রবার, ৩ মে ২০২৪

admin admin

কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগ কারা পাবেন জেনে নিন”

প্রকাশ: ২০১৮-০১-৩০ ২২:৫২:৫০ || আপডেট: ২০১৮-০১-৩০ ২২:৫২:৫০

Spread the love

কুয়েতে সাধারণ ক্ষমার সুযোগ কারা পাবেন জেনে নিন”
আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েতঃ কুয়েত সরকার ঘোষিত অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা শুরু হয়েছে গতকাল সোমবার ২৯ জানুয়ারী থেকে ।

সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণের শেষ দিন ২২ ফেব্রুয়ারি।

কুয়েতে অবস্থানরত বাংলাদেশীদের সুবিধার্থে দূতাবাসের কাউন্সিলর জনাব আনিসুজ্জামান সাহেব জানিয়েছেন গত দুই দিনে প্রায় দুই থেকে আড়াই হাজার প্রবাসী দূতাবাসে এসেছেন সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে।

এদের মধ্যে নতুন পাসপোর্ট, আউট পাসের (টিপি), সংখ্যা বেশি। চার ভাগের তিন ভাগই দেশে যেতে ইচ্ছুক। বাকিরা এখানে বৈধভাবে থাকার চেষ্টা করছেন।

তিনি প্রবাসী ভাইদের সুবিধার্থে সাধারণ ক্ষমার শর্তগুলি অনুবাদ করে প্রকাশ করেছেন।

(১) অবৈধভাবে বসবাসকারীরা যাদের নামে পলাতক মামলা ছাড়া অন্য কোন মামলা নেই কিংবা যাদের নামে কোন ভ্রমন নিষেধাজ্ঞা জারী হয় নি তারা বৈধ পাসপোর্টের মাধ্যমে সরাসরি দেশে ফিরতে পারবেন।

(২)যারা পাসপোর্ট হারানোর ফলে নতুন পাসপোর্ট বা ট্র্যাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরতে চান তাদেরকে residency detectives department-এ গিয়ে স্ট্যামড ডকুমেন্ট সংগ্রহ করতে হবে, এখানে পুরাতন সিভিল আইডি থাকলে সুবিধা হবে।

(৩) যাদের তথ্য residency detectives department-এ পাওয়া যাবে না, তাদের criminal evidence department-এ যোগাযোগ করতে হবে।তবে যাদের নামে বড় ধরণের মামলা আছে, তাদের criminal evidence department-এ যাওয়ার আগে সতর্ক থাকতে হবে।

(৪) যাদের কোন পলাতক মামলা নেই তারা জরিমানা দিয়ে সাধারণ নিয়মে কুয়েতে বৈধ হতে পারবেন।
এক্ষেত্রে কোন পলাতক মামলা বা অন্য কোন মামলা থাকলে তা আগেই ক্লিয়ারেন্স নিতে হবে।

উল্লেখ্য,গত দুই দিনে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় প্রবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ নিতে শুরু করেছে।

Logo-orginal