, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

খালেদা জিয়ার পরবর্তী যুক্তিতর্ক ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি

প্রকাশ: ২০১৮-০১-১১ ১৬:৫০:০৭ || আপডেট: ২০১৮-০১-১১ ১৬:৫১:০৩

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার পরবর্তী যুক্তিতর্কের জন্য আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই দিন ঠিক করেন।

এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে আদালতে পৌঁছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এরপর আদালতের কার্যক্রম শুরু হয়।

গতকাল বুধবারের ধারাবাহিকতায় আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক করেন তাঁর আইনজীবী সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমান’সহ ৬ জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া বাকি আসামিরা হলেন- মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Logo-orginal