, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

বিশ্ব ইজতেমার ১ম পর্ব: আখেরি মোনাজাত চলছে

প্রকাশ: ২০১৮-০১-১৪ ১১:০১:১৭ || আপডেট: ২০১৮-০১-১৪ ১১:০৮:১৮

Spread the love
ফাইল ছবি

আরটিএমনিউজ২৪ডটকম: টঙ্গীর তুরাগতীরে ৫৩তম বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের আখেরি মোনাজাত চলছে।

রোববার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বাংলায় আখেরি মোনাজাত শুরু করেন কাকরাইলের মুরব্বি মাওলানা হাফেজ জোবায়ের।

গত ১২ জানুয়ারি শুরু হয়ে রোববার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। ৪দিন বিরতি দিয়ে আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২১ জানুয়ারি শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

কুয়াশার মধ্যে আখেরি মোনাজাতে শরিক হতে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক মুসল্লি তুরাগতীরে জমায়েত হয়েছেন।

শনিবার রাত ও এর আগে থেকেই অনেকে ইজতেমা ময়দানে অবস্থান নিয়ে চটের সামিয়ানার নিচে বয়ান শুনছেন। ময়দান ভরে যাওয়ায় আশেপাশের অলিগলি ও রাস্তায় পাটি, খবরের কাগজ, পলিথিন বিছিয়ে তাতেই অবস্থান নিয়েছেন অনেকে।

Logo-orginal