, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar 1prewettmary1987

ঘরে মায়ের লাশ রেখে এসএসসি পরীক্ষা দিল রানু

প্রকাশ: ২০১৮-০২-২০ ১৩:২০:০৯ || আপডেট: ২০১৮-০২-২০ ২১:১৭:৪৪

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রাম: এসএসসি পরীক্ষার সময় ঘনিয়ে আসছে, অন্যদিকে বাড়িতে মায়ের লাশ। কী করবে রানু আক্তার? এই প্রশ্নের জবাব সে নিজেই খুঁজে নিয়েছে। ঘরে মায়ের লাশ রেখে চোখে জল নিয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে রানু।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এমন ঘটনা ঘটে।

রানু আক্তার উপজেলার দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ও দোহাজারী পৌরসভার কিল্লাপাড়া গ্রামের মৃত মোজাফ্ফর প্রকাশ টুক্কুন মিয়ার মেয়ে।

জানা যায়, দীর্ঘদিন ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি রোগে আক্রান্ত ছিলেন রানুর মা হোসনে আরা বেগম। সোমবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে বাড়িতে কান্নার রোল পড়ে যায়। কান্নায় ভেঙে ও মুচড়ে পড়ে সন্তান রানুও। একদিকে বাড়িতে মায়ের লাশ, অন্যদিকে পরীক্ষা। শেষ পর্যন্ত বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় রানু (রোল নং- ৫৪০১৬৯)।

মায়ের লাশ রেখে পরীক্ষা দিতে এসেছে এক ছাত্রী এ খবর পেয়ে সহপাঠী, শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরীক্ষার হলে ছুটে আসেন। সেই সঙ্গে রানুকে সান্ত্বনা দেন ইউএনও।

Logo-orginal