, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

লামায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশ: ২০১৮-০২-১৬ ১০:৫৪:০৫ || আপডেট: ২০১৮-০২-১৬ ১০:৫৪:০৫

Spread the love

লামায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার
লামা: বান্দরবান জেলার লামা থানাধীন ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপারার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭। এ সময় চার পাহাড়ি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে এই অভিযান চালানো হয়।

অভিযানে ১৪টি এসবিবিএল ও ১১টি ওয়ানশুটারগানসহ ২৫টি অস্ত্র ও ২ হাজার ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ সময় গ্রেফতারকৃতরা হলো, তুইসা মং (৩৬), এক্য মারমা (৩৯), চাইমুং মারমা (৩৬) ও মিফং মারমা (৪৫)।


চট্টগ্রাম র‌্যাব-৭ কক্সবাজার ইউনিটের কর্মকর্তা মেজর রুহুল আমিন মিডিয়াকে জানান, গোপন সংবাদে র্যা ব সদস্যরা আলীকদম সেনাবাহিনীর সহায়তা নিয়ে গয়ালমারা এলাকার দুর্গম ওয়াজা পাড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালায়।

অভিযানের সময় চারজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যে এসব আগ্নেয়ান্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

Logo-orginal