, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

৪র্থ দিনে বড় লিডের পথে শ্রীলংকা

প্রকাশ: ২০১৮-০২-০৩ ১২:২২:২৩ || আপডেট: ২০১৮-০২-০৩ ১২:২৬:১৯

Spread the love

৪র্থ দিনে বড় লিডের পথে শ্রীলংকা
ক্রীড়া ডেস্কঃ চতুর্থ দিনে বাংলাদেশের লক্ষ্য শ্রীলংকাকে দ্রুত গুটিয়ে দেয়া। দারুণ খেলতে থাকা রোশেন সিলভাকে ফিরিয়ে সেই লক্ষ্য পূরণে জ্বালানি যুগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে তা আলোর মুখ দেখল না। প্রথম সেশন শেষে নিজেদের কক্ষপথেই থাকল লংকানরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৬১২। এতে সফরকারীদের লিড দাঁড়িয়েছে ৯৯। দুর্দান্ত খেলছেন দিনেশ চান্দিমাল। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিচ্ছেন নিরোশান ডিকভেলা। তাদের ব্যাটে রানের চাকা সচল রেখেছে সফরকারীরা। মেন্ডিস, ধনঞ্জয়া ও রোশেনের পর সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন অধিনায়ক চান্দিমাল। তিনি ৮৭ রানে অপরাজিত আছেন। ২৯ রান নিয়ে ব্যাট করছেন ডিকভেলা। এখন চলছে লাঞ্চ বিরতি।

৩ উইকেটে ৫০৪ রান নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে শ্রীলংকা। সিলভা ৮৭ ও চান্দিমাল ৩৭ রান নিয়ে খেলা শুরু করেন। সকালেই সেঞ্চুরি তুলে নেন সিলভা। ২ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চিুরি। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে ফেরেন এ মিডলঅর্ডার ব্যাটসম্যান। ফেরার আগে খেলেন ৬ চার ও ১ ছক্কায় ১০৯ রানের নান্দনিক ইনিংস।

সিলভার পর ফিফটি তুলে নেন চান্দিমাল। এটি অধিনায়কের ক্যারিয়ারের ১৬তম হাফসেঞ্চুরি।সুত্রঃ যুগান্তর।

Logo-orginal