, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

খালেদা জিয়ার জামিন স্থগিত’ রায় নজিরবিহীনঃ জয়নুল

প্রকাশ: ২০১৮-০৩-১৪ ১১:২১:১৯ || আপডেট: ২০১৮-০৩-১৪ ১১:২১:১৯

Spread the love

খালেদা জিয়ার জামিন স্থগিত’ রায় নজিরবিহীনঃ জয়নুল
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি জয়নুল আবেদীন বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন স্থগিত করার আদালতের আদেশের পর সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতির কক্ষে আয়োজিত সংবাদত সম্মেলনে তিনি বলেছেন, অতীতে আদালত কখনোই এ ধরনের আদেশ দেননি।
তিনি বরেন, এ ধরনের আদেশের নজির নেই। এ ধরনের আদেশ নজিরবিহীন। আসামিপক্ষের আদেশ না শুনে কখনো কোনো প্রধান বিচারপতি এ ধরনের রায় দেননি। এ রায়ে আমরা মর্মাহত, আমরা ব্যথিত।
তিনি বলেন, আদালতে সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন। আমরা আদালতকে অনুরোধ করেছিলাম, আমাদের কথা শুনতে। কিন্তু আদালত শুনেনি।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সহ-সভাপতি গিয়াসউদ্দিন বলেন, আমরা আমাদের কথা শোনার জন্য আদালতকে বলেছিলাম। কিন্তু আদালত বলেন, আমরা কার কথা শুনব না শুনব তা আমাদের ব্যাপার।
তিনি বলেন, অতীতে কোনো প্রধানবিচাপতি আসামিপক্ষের কথা না শুনে রায় দেননি। এভারের ঘটনা নজিরবিহীন।

আজ বুধবার সকাল ৯ টার পর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে করা ২টি আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।

Logo-orginal