, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে দুটি বাসের সংর্ঘষে ৭ ইন্ডিয়ানসহ ১৫ বিদেশী শ্রমিক নিহত

প্রকাশ: ২০১৮-০৪-০২ ০০:৫৪:৫২ || আপডেট: ২০১৮-০৪-০২ ০০:৫৪:৫২

Spread the love

কুয়েতে দুটি বাসের সংর্ঘষে ৭ ইন্ডিয়ানসহ ১৫ বিদেশী শ্রমিক নিহত
আরটিএমনিউজ২৪ডটকম, কুয়েতঃ রোববার দক্ষিণ কুয়েতে দুটি বাসের মধ্যে একটি তেলের ড্রিংক সংঘর্ষে ১৫জন শ্রমিক নিহত হয়েছেন।

ফায়ার বিভাগের মুখপাত্র কর্নেল খলিল আল-আমির বলেন, বেশিরভাগই এশিয়ান প্রবাসীরা এই দুর্ঘটনার শিকারে পরিণত হয়েছে, যারা একটি বেসরকারি সাব-কন্ট্রাক্টর বার্গান ড্রিলিংয়ের কর্মচারী ছিলেন।

গুরুতর আহত অবস্থায় চারজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, কর্নেল আমির বলেন, নিহতদের জাতীয়তা এখনো জানা যায়নি ।

এইদিকে, রাষ্ট্রীয় মালিকানাধীন কুয়েত অয়েল কোম্পানি (কেওসি) এর মোহাম্মদ আল-বাসরি বলেন, নিহতদের মধ্যে সাতজন ভারতীয়, পাঁচ জন মিসরীয় এবং পাকিস্তানের তিনজন নাগরিক র‍য়েছেন ।

দুজন ভারতীয় এবং একজন কুয়েতী নাগরিক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় সাবাহ হাসপাতালের আইআইসাইউতে ভ্ররতি আছেন ।

দু্র্ঘটনার খবর আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার হচ্ছে ।

অন্যদিকে এএফপি জানান, তেল সমৃদ্ধ উপসাগরীয় অন্যান্য আরব রাষ্ট্রের মতো, কুয়েতে অভিবাসী শ্রমিকদের অধিকার ও শ্রম অবস্থার ওপর তার ট্র্যাক রেকর্ডের জন্য আন্তর্জাতিক নিন্দা প্রকাশ করেছে।

Logo-orginal