, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে এক বাংলাদেশী মাদক বিক্রেতাকে আটক করেছে সিআইডি

প্রকাশ: ২০১৮-০৪-১৮ ১৯:০৩:০৬ || আপডেট: ২০১৮-০৪-১৮ ১৯:০৪:১৮

Spread the love

কুয়েতে এক বাংলাদেশী মাদক বিক্রেতাকে আটক করেছে সিআইডি
(ছবি,লোকালনিউজ) নিজস্ব প্রতিবেদক, কুয়েত সিটি: কুয়েতে এক বাংলাদেশী অভিবাসীকে ড্রাগ বিক্রির অভিযোগে আটক করেছে দেশটির গোয়েন্দা পুলিশ।

ফাহাহিল এলাকার এক বিদ্যালয়ের শিক্ষার্থীদের “ফারওয়া” নামক মাদকদ্রব্য বিক্রি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

এই বাংলাদেশীর নাম জালাল, তবে বিস্তারিত পরিচয় ও ছবি প্রকাশ করেনি কতৃপক্ষ।

দৈনিক আল-সেয়াসার রিপোর্ট জানা যায়, আহমাদি সিকিউরিটি ডিরেক্টর ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল-সাফা সোর্স সুত্রে জানতে পারেন, আহমদী জেলার একটি স্কুলে ছাত্রদের নিকট মাদক বিক্রি করা হচ্ছে।

ঐ স্কুলে পরীক্ষার শুরু পর থেকেই সন্দেহভাজনদের অবৈধ কার্যকলাপ সম্পর্কে আরো তথ্য পেতে গোয়েন্দাদের নিয়োজিত করেন তিনি।।

মাদক বিক্রির পুরো বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মেজর জেনারেল ইব্রাহিম আল-তাহাকে অবহিত করা হলে, মন্ত্রণালয় দ্রুত সন্দেহভাজনকে গ্রেফতার করার আদেশ দেয়।

এইদিকে সন্দেহভাজনদের খুঁজে বের করার জন্য ২০ ফরৌলা পিলস কেনার জন্য ফাহাহিল এলাকায় একটি গোপন এজেন্ট প্রেরণ করে কতৃপক্ষ।

পরবর্তীতে মাদক বিক্রি ও লেনদেনের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাংলাদেশী জালালকে হাতেনাতে আটক করে।

আটককৃত জালালের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রানালয়।

উল্লেখ্য, কুয়েতে স্কুল ছাত্রদের নিকট মাদক বিক্রির সর্বোচ্চ সাজা মৃতুদন্ড অথবা ১৪ বছরের কারাদন্ড।

Logo-orginal