, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

ছাত্রবন্ধনের ঐতিহাসিক ছয় দফা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশ: ২০১৮-০৬-০৯ ০০:২৭:১৬ || আপডেট: ২০১৮-০৬-০৯ ০০:২৭:১৬

Spread the love

ছাত্রবন্ধনের ঐতিহাসিক ছয় দফা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল
ছাত্রবন্ধন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে নগরীর লালদিঘীর পাড়স্থ হোটেল ফয়জিয়ায় অদ্য বিকাল ৫ ঘটিকায় আলোচনা সভা শুরু হয়। ছাত্রবন্ধন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক, সরকারী সিটি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ সাইফ এর সভাপতিত্বে সংগঠনের প্রচার বিষয়ক উপ সম্পাদক সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ হানিফ এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগের দপ্তর বিষয়ক উপ সম্পাদক আন্দরকিল্লা ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর বাবু জহর লাল হাজারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, সরকারী সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম ,
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক উপ সম্পাদক মোঃ সালাহ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মহিউদ্দিন শাহ্, সিটি কলেজ ছাত্র সংসদের ভি.পি রাজীব হাসান রাজন, জি.এস জাহেদুল হক চৌধুরী মার্শাল , চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক শাখাওয়াত হোসেন বকুল, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বর্মণ , সহ সম্পাদক শেখর দাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আলী ওমর , সিটি কলেজ ছাত্রলীগ নেতা মোঃ আকবর হোসেন রাজন , মোঃ রাশেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা মঞ্জুর আলম, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা ও সংগঠনের যুগ্ম সম্পাদক এ.জে.এম আব্দুল মুকিত , আব্দুল্লাহ আল নোমান, সংগঠনের প্রচার সম্পাদক ইনজামাম শুভ, দক্ষিণ চট্টগ্রাম ছাত্র ফোরামের সাধারণ সম্পাদক ও সিটি কলেজ ছাত্রলীগ নেতা সামশেদ হোসেন উমর , জাহেদ হাসান সজীব, আব্দুর রউফ রাসেল, জুয়েল রানা মুমিন, ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতা হাবিব উল্লাহ সিজু , সিটি কলেজ ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম আদিল, শাহাদাত আলম রায়হান, মোঃ ফরহাদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা যাইদীদ মাহমুদ, দক্ষিণ চট্টগ্রাম ছাত্র ফোরামের সহ সভাপতি সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন , সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, আন্দরকিল্লা ওয়ার্ড ছাত্রলীগ নেতা ফয়সাল আনান, আরিফুল ইসলাম আরিফ সহ প্রমুখ।

সভায় অতিথিবৃন্দ ঐতিহাসিক ৭ই জুন ছয় দফা দিবস সম্পর্কে আলোচনা করেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে জয়যুক্ত করতে আহ্বান জানান এবং মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে ছাত্রসমাজের প্রতি জোর দাবী জানান। সভাপতির সমাপনী বক্তব্য শেষে হযরত শাহ সূফী (রহঃ) মসজিদের পেশ ইমাম মাওলানা আনোয়ার হোসেন মোনাজাত পরিচালনা করেন।

Logo-orginal