, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

আওয়ামী লীগের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশ: ২০১৮-০৬-২৩ ১৪:০০:০৯ || আপডেট: ২০১৮-০৬-২৩ ১৪:০০:০৯

Spread the love

আওয়ামী লীগের নতুন ভবন উদ্বোধন করলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজধানীতে আওয়ামী লীগের নতুন ভবন উদ্বোধন করলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ১০ টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়।

সকালে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সরকার প্রধান হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দেন তিনি। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দলীয় ভবন উদ্বোধনের পর বেলা সাড়ে ১১ টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সারা দেশের ৪ হাজারেও অধিক নেতাকর্মী নিয়ে বর্ধিত সভা শুরু হয়। জানা গেছে, এ সভাটি ২ ঘণ্টা চলবে। শেখ হাসিনা নেতাকর্মীদের মতামত শুনবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে করণীয় বিষয়ে দিক নির্দেশনা দিবেন।

Logo-orginal