, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

সেমির পথে ইংল্যান্ডকে এগিয়ে নিল হ্যারি

প্রকাশ: ২০১৮-০৭-০৭ ২১:১০:০৮ || আপডেট: ২০১৮-০৭-০৭ ২১:১০:০৮

Spread the love

সেমির পথে ইংল্যান্ডকে এগিয়ে নিল হ্যারি
সামারা অ্যারেনায় শনিবার ম্যাচের শুরু থেকে বল দখলে ইংল্যান্ড এগিয়ে থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। অবশেষে গোল আসে সেট পিস থেকে। আধঘণ্টার মাথায় অ্যাশলি ইয়াংয়ের কর্নারে লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে পাঠান ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার। জাতীয় দলের হয়ে লেস্টার সিটির ডিফেন্ডারের এটাই তার প্রথম গোল।

বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ানোর দারুন একটা সুযোগ পেয়েছিলেন রাহিম স্টার্লিং। অফসাইডের ফাঁদ এড়িয়ে পেছন থেকে উড়ে আসা বল নামিয়ে গোলরক্ষককে কাটাতে চেয়েছিলেন। কোনোমতে হাত লাগিয়ে বল পার হতে দেননি রবিন ওলসেন। আবার বল নিয়ন্ত্রণে নিয়ে শট মেরেছিলেন স্টার্লিং কিন্তু সামনে শরীরটা নিয়ে ঠেকালেন আন্দ্রিয়াস গ্রাংকভিস্ত।

শেষ ষোলোয় কলম্বিয়ার বিপক্ষে খেলা দলটি অপরিবর্তিত রেখে সুইডেনের বিপক্ষে খেলতে নেমেছে ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

সুইডেন দলে দুটি পরিবর্তন। নিষিদ্ধ রাইট-ব্যাক মিকায়েল লুসতিগের জায়গায় খেলছেন এমিল ক্রাফট। আর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মিডফিল্ডার সেবাস্তিয়ান লারসন। বাদ পড়েছেন গুস্তাভ স্ভেনসন।

গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটিতে জিতে ‘এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় সুইডেন। আর শেষ ষোলোয় তারা ১-০ গোলে সুইজারল্যান্ডকে হারায়।
তিন ম্যাচের দুটিতে জিতে জি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠা ইংল্যান্ড শেষ ষোলোয় টাইব্রেকারে কলম্বিয়াকে হারায়।সুত্রঃ বিডিনিউজ২৪।

Logo-orginal