, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

অবাক কান্ড” শুকনো বালিতে মিলছে মাছ (ভিডিও)

প্রকাশ: ২০১৮-০৮-১৮ ০১:১৩:১০ || আপডেট: ২০১৮-০৮-১৮ ০১:১৩:১০

Spread the love

অবাক কান্ড” শুকনো বালিতে মিলছে মাছ (ভিডিও)
বিশ্বের কয়েকটি দেশে মাছবৃষ্টি হয় সেটা হয়তো অনেকেই জানেই। আফ্রিকার কয়েকটি দেশে মাটির নিচে মাছের বাস- নতুন কোনো খবর নয়। তবে বালুর ভেতর বিদেশি কার্পজাতীয় রুই মাছ মাছ পাওয়া যায় সেটা মনে হয় কেউ শোনেননি।

মঙ্গলবার (১৪ আগস্ট) পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের এক গ্রামে এমন অবাক কাণ্ডই ঘটেছে। সেখানে বালি সরালেই মিলছে মাছ! টাটকা এই রুইয়ের ওজনও কম নয়, একেকটা ৪০০ থেকে ৫০০ গ্রাম।

জানা যায়, সকালে ঘাটালে এক ব্যক্তি হাঁটতে বের হন। এ সময় তিনি দেখতে পান বালুর স্তূপের উপরে একটি রুই মাছ পড়ে আছে। এ সময় তিনি মাছটি তুলতে গিয়ে দেখেন বালুর মধ্যে আরও একটি মাছের লেজ দেখা যাচ্ছে। ওই মাছটিও তুলে তিনি কৌতূহলবশত বালু খুঁড়তে শুরু করেন। এরপরই বেরিয়ে আসে একের পর এক রুই মাছ।
প্রথমে কেউ কেউ এটাকে গুজব বলেই উড়িয়ে দেন। কিন্তু অনেকের হাতে মাছ দেখে ভিড় জমতে শুরু করে পশ্চিম মেদিনীপুরের রথিপুরের বাজার এলাকায়। সবাই ব্যস্ত বালি খুঁড়তে। কেউ হাত দিয়ে বালি সরাচ্ছেন, কেউ আবার কোদালে। কারোরই যেন নিঃশ্বাস ফেলার সময় নেই। সুত্রঃ বাংলা নেট আলো।

Logo-orginal