, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar rtm

কেরানীহাট ফাযিল মাদরাসায় জাতীয় শোক দিবস উদযাপন

প্রকাশ: ২০১৮-০৮-১৫ ১২:৫৮:১৭ || আপডেট: ২০১৮-০৮-১৫ ১৫:৪২:৫৬

Spread the love
কেরানীহাট ফাযিল মাদরাসায় জাতীয় শোক দিবস উদযাপন / ছবি: সংগৃহীত

আরটিএমনিউজ২৪ডটকম: দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হলো স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

বুধবার ভোরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় ১৫ আগস্টের কর্মসূচি। এরপর ধাপে ধাপে অনুষ্ঠিত হয় অন্যান্য কর্মসূচি। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও দোয়া মাহফিল।

শোক দিবসের আলোচনা সভায় অংশ নেন অত্র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে আলোচনা রাখেন অত্র মাদরাসার অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান চৌধুরী।

এছাড়া উপাধ্যক্ষ মফিজুর রহমান, ইরেজী প্রভাষক জাশেদুল আলম, ইতিহাস প্রভাষক হোসাইন আলী, শিক্ষক নুরুল কবির প্রমুখ আলোচনা রাখেন।

অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুসহ তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করে বিশেষ দোয়া করা হয়।

Logo-orginal