, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

হজ পালন করতে গিয়ে মারা গেলেন ৫১ জন বাংলাদেশি হজযাত্রী

প্রকাশ: ২০১৮-০৮-১৯ ১৭:২৪:৩২ || আপডেট: ২০১৮-০৮-১৯ ১৭:২৪:৩২

Spread the love

হজ পালন করতে গিয়ে মারা গেলেন ৫১ জন বাংলাদেশি হজযাত্রীচলতি বছর পবিত্র হজ শুরু আগেই মারা গেলেন বাংলাদেশের মোট ৫১ জন হজযাত্রী।
সৌদি আরব থেকে বাংলাদেশ হজ মেডিকেল টিমের টিম লিডার ডা. মো. জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্র জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৪৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। তন্মধ্যে মক্কায় ৩৮, মদিনায় ৬ ও জেদ্দায় ২ জন।

তবে সর্বশেষ যারা মারা গেছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জাকির হোসেন। এ বছর হজযাত্রী ও হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৭৫ জন সৌদি আবর গেছেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় গত ১৪ জুলাই। বিমানের হজ ফ্লাইট শেষ হয় গত বুধবার। পবিত্র হজ পালিত হবে আগামী ২০ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট আগামী ২৭ আগস্ট শুরু হয়ে চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

Logo-orginal