, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

যে কারণে প্রাণ গেল কুয়েত প্রবাসী চট্টগ্রামের আবু তাহেরের

প্রকাশ: ২০১৮-০৮-০৯ ১১:২০:৫৪ || আপডেট: ২০১৮-০৮-০৯ ১১:২০:৫৪

Spread the love

যে কারণে প্রাণ গেল কুয়েত প্রবাসী চট্টগ্রামের আবু তাহেরের
কুয়েতঃ বেশ সুনামের সহিত মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েতে জীবনের ৩১ বসন্ত অতিবাহিত করেছিল চট্টগ্রাম জেলার হাটাহাজারীর প্রবাসী আবু তাহের।

চাকুরীও ছিল ডেনমার্কের বহুজাতিক কোম্পানী কেডিডিতে। কোম্পানীর দক্ষ ও সৎ কর্মকর্তা হিসাবে বেশ সুনাম ছিল আবু তাহেরের। সেই সততারর বলি হতে হল তাকে।

শনিবার ( ৪ আগস্ট ) বিকালে আবু তাহেরকে শ্বাসরোধ করে হত্যা করে তার এক সহকর্মী সিরিয়ান নাগরিক।

সন্দেহভাজন ঐ ঘাতককে আটক করেছে দেশটির পুলিশ।
ধারণা করা হচ্ছে কয়েক হাজার কুয়েতি দিনারের লোভে ঘাতক সিরিয়ান নাগরিক এই হত্যাকান্ড ঘটিয়েছে।

নিহত তাহেরের ভাতিজা কুয়েত প্রবাসী রাইহানুল ইসলাম মনসুর জানান, কোম্পানির প্রায় কয়েক হাজার দিনার তার কাছে জমা ছিলো, সেই টাকার জন্য তাকে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী তাহেরের সহকর্মী একই কোম্পানির এক সিরিয়ান নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।

আবু তাহেরের দেশের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। পিতার নাম হাজী গরাইন মিয়া। আবু তাহের গত ৩১ বছর কুয়েতে কে ডি ডি কোম্পানিতে হিসাব রক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। বিগত অনেক বছর ধরে কোম্পানির বেস্ট ওয়ার্কার সম্মাননা পেয়ে আসছিলেন তিনি।

আবু তাহেরের মরদেহ পোস্টমর্টেম শেষে ফরওয়ানিয়া মর্গে রাখা হয়েছে।

আবু তাহেরের মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে জানিয়েছে কুয়েতস্থ তার স্বজনরা।

প্রসঙ্গত, কুয়েতে খুনের শাস্তি মৃত্যুদন্ড। তাই তাহেরের খুনি সিরিয়ান নাগরিকের দ্রুত সাজার আওতায় আসবে বলে করেন প্রবাসীরা।

Logo-orginal