, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

৪০তম বিসিএস বিজ্ঞপ্তির আগে “কোটা সংস্কার প্রজ্ঞাপন” দাবী

প্রকাশ: ২০১৮-০৯-১১ ১৪:৩১:১৩ || আপডেট: ২০১৮-০৯-১১ ১৪:৩১:১৩

Spread the love

৪০তম বিসিএস বিজ্ঞপ্তির আগে "কোটা সংস্কার প্রজ্ঞাপন" দাবী ঢাবি: সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন ৪০তম বিসিএস বিজ্ঞপ্তির আগেই জারি করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

প্রজ্ঞাপন জারি না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দিয়েছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষারথীরা।

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আন্দোলনের ‍হুশিয়ারি দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন।

এ ছাড়া সংবাদ সম্মেলনে ৩ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে আছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর থেকে ভিত্তিহীন মামলা প্রত্যাহার করতে হবে, আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে এবং ৫ দফা দাবির ভিত্তিতে কোটা সংস্কার করতে হবে।

Logo-orginal