, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

আফগানের দেওয়া ২৫৩ রানের টার্গেটে ব্যাটিং এ ইন্ডিয়া

প্রকাশ: ২০১৮-০৯-২৫ ২২:০৪:২৬ || আপডেট: ২০১৮-০৯-২৫ ২২:০৪:২৬

Spread the love

আফগানের দেওয়া ২৫৩ রানের টার্গেটে ব্যাটিং এ ইন্ডিয়াদুবাই: শহজাদের শতরান, নবির ৬৪৷ দুই আফগান ব্যাটসম্যানের লড়াকু ইনিংসে ভর করে ভারতের বিরুদ্ধে আট উইকেট হারিয়ে ২৫২  রান তুলল টুর্নামেন্টের সবচেয়ে লো প্রোফাইল দল আফগানিস্তান৷

সুপার ফোর পর্বের দুই ম্যাচ হেরে এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল রশিদরা৷ ভারতের মতো শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে তাই আফগানদের থেকে প্রত্যাঘাতের প্রত্যাশাও কম ছিল৷ তবে ব্যাট হাতে ঝড় তুলে ভারতীয় বোলারদের সব হিসেব নিকেষ পাল্টে দেন আফগান ব্যাটসম্যানরা৷ ম্যাচ জিততে ভারতের টার্গেট ২৫৩৷

ওপেনিংয়ে নেমে ১১৬ বলে ১২৪ রানের ইনিংস খেলেন উইকেটকিপার ব্যাটসম্যান মহাম্মদ শহজাদ৷ ভারতের বিরুদ্ধে শতরান ইনিংসের পর তাঁকে ‘আফগান হিম্যান’ বলা হচ্ছে৷ শহজাদ ইনিংস সাজিয়েছেন ১১টি চার ও ৭টি ছয় দিয়ে৷ ধোনিকে আইডল বলে মানেন শহজাদ৷ সেই ধোনির সামনে এদিন মেগা ইনিংস খেলতে পারায় স্বভাবত উচ্ছ্বসিত এই ব্যাটসম্যান৷

আফগান ব্যাটসম্যানের কেরিয়ারে এটি পঞ্চম শতরান হলেও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে তাঁর প্রথম শতরান৷ ভারতীয় বোলারদের চাপে ফেলে দেয় শহজাদের মারকাটারি ব্যাটিং৷ ৬৯৬দিন পর অধিনায়কত্ব করতে নেমে শহজাদের ইনিংসে ধোনিকেও বেশ চাপ পড়তে দেখা যায়৷ ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা তিনটি, কুলদীপ দুটি উইকেট পেয়েছেন৷ একটি করে উইকেট পেলেন যাদব, খলিল, চাহার৷ রিসার্ভ বেঞ্চের শক্তি পরীক্ষা করে নিতে এদিন ব্যাটিংয়ে দুটি বোলিংয়ে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল ভারত৷ বিশ্বকাপের আগে অবশ্য ভারতের রিজার্ভ বোলিং সেভাবে পরীক্ষায় চমকে দেওয়া মতো কিছু করতে পারল না৷ কোনও রকমে পাস মার্ক পেল বলা চলে৷

আফগান বোলাররা চলতি টুর্নামেন্টে পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেছেন৷ সুপার ফোরে দুই ম্যাচই আফগানরা হারে ফাইনাল ওভারে৷ ফলে রশিদরা ধোনির ভারতকেও কড়া চ্যালেঞ্জ দেবে বলা চলে৷ এখন দেখার রাহুল-মনীশরা মুজিব-রশিদের স্পিন জুটিকে কীভাবে সামলায়৷

Logo-orginal