, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

আবারো বাড়লো সৌদির একামা ফি, দুঃচিন্তায় প্রবাসীরা

প্রকাশ: ২০১৮-০৯-০৫ ০০:৫৯:০৩ || আপডেট: ২০১৮-০৯-০৫ ০০:৫৯:০৩

Spread the love

আবারো বাড়লো সৌদির একামা ফি, দুঃচিন্তায় প্রবাসীরাসৌদি শ্রম মন্ত্রনালয় সম্প্রতি ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত ইকামা নবায়নের ফি ঘোষণা করেছে। তবে এর মধ্য থেকে গৃহকর্মীদের ওয়ার্ক পারমিট (মক্তব আমিল লেভি) থেকে ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও, ৫ জনেরও কম কর্মচারী বিশিষ্ট প্রতিষ্ঠানকে লেভি থেকে ছাড় দেওয়া হবে।

চলুন জেনে নেয়া যাক ২০১৮, ২০১৯, এবং ২০২০ এর ইকামার নবায়ন ফি কত, সে সম্পর্কে..
ইকামা নবায়ন ফি ২০১৮, জানুয়ারি থেকে শুরু:
আপনার প্রতিষ্ঠানে যদি ৫০% সৌদি নাগরিক কর্মরত থাকে তাহলে প্রবাসীদের ইকামা নবায়ন ফি হবে-
ওয়ার্ক পারমিট ফি ৩৬০০ সৌদি রিয়াল
ইকামা ফি ৭৫০ সৌদি রিয়াল
ইন্সুরেন্স (এভারেজ) ৪৫০ সৌদি রিয়াল
মোট ৪৮০০ সৌদি রিয়াল

আপনার প্রতিষ্ঠানে যদি ৫০% সৌদি নাগরিক কর্মরত না থাকে তাহলে প্রবাসীদের ইকামা নবায়ন ফি হবে-
ওয়ার্ক পারমিট ফি ৪৮০০ সৌদি রিয়াল
ইকামা ফি ৭৫০ সৌদি রিয়াল
ইন্সুরেন্স (এভারেজ) ৪৫০ সৌদি রিয়াল
মোট ৬০০০ সৌদি রিয়াল

২০১৮ সালের তুলনায় ২০১৯ এবং ২০২০ সালের ইকামা ফি আরো কয়েকগুন বেশী। মূলত প্রবাসীদের সৌদি আরব থেকে তাড়াতেই এমন অযৌক্তিক হারে নবায়ন ফি বাড়িয়েছে সৌদি আরব, এমনটি মনে করেন সৌদি প্রবাসীরা। নিচে দেখুন প্রবাসীদের ২০১৯ এবং ২০২০ সালের নবায়ন ফির হার।

Logo-orginal