, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

আবারো ভারত সফরে গেলেন কর্নেল (অবঃ) অলি আহমদ

প্রকাশ: ২০১৮-০৯-১৭ ১৬:০৩:০৯ || আপডেট: ২০১৮-০৯-১৭ ১৬:০৩:০৯

Spread the love

আবারো ভারত সফরে গেলেন কর্নেল (অবঃ) অলি আহমদ
কর্নেল অলির ভারত সফর নিয়ে শুনা যাচ্ছে নানান কথা।
ঢাকাঃ আবারো ভারত সফরে গেলেন এলডিপি প্রধান ও সাবেক মন্ত্রী কর্নেল (অবঃ) অলি আহমদ।

রবিবার সকাল ১০টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্য ঢাকা ছাড়েন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অবঃ) অলি আহমেদ।

এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমকে জানান, কর্নেল (অবঃ) অলি রবিবার সকালে সস্ত্রীক ভারত সফরে গেছেন। আগামী ২৩ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে গত মার্চে ১৫ দিনের সফরে ড. অলি আহমেদ ভারতে গিয়েছিলেন। ঐ সময় অলিকে জন্মদিনের সুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দমোদর মোদী।

২০ দলীয় জোটে থাকলেও কর্ণেল অলির এলডিপি’র ভূমিকা নিয়ে ২০ দলের নেতাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। তিনি বি চৌধুরী, ড, কামাল হোসেন, আসম আবদুর রব, মাহমুদুর রহমান মান্নার সঙ্হে বিএনপির বৃহত্তর জাতীয় ঐক্য প্রক্রিয়ার বিরোধিতা মাঠে নেমেছেন। উল্লেখ ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনে ওই সময়ে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিংএর একটি দলের প্রতি সরাসরি অবস্থান নেয়ার পর রাজনীতিকদের মানসিকতায় দিল্লীমুখিতা বেড়ে যায়। 

Logo-orginal