, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

এবার খেলার আগেই বাংলাদেশ হারবে বলল পাক কোচ

প্রকাশ: ২০১৮-০৯-২৫ ১৯:৩৩:১৫ || আপডেট: ২০১৮-০৯-২৫ ১৯:৩৩:১৫

Spread the love

এবার খেলার আগেই বাংলাদেশ হারবে বলল পাক কোচকাল ২৬ সেপ্টেম্বর এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি অলিখিত সেমি ফাইনাল দুই দলের জন্যই। ম্যাচের আগেই অবশ্য বাংলাদেশকে হারিয়ে দিয়েছেন পাকিস্তানের কোচ মিকি আর্থার। ২৮ সেপ্টেম্বরের ফাইনালে উঠেছে ভারত।

গ্রুপপর্বে হংকংয়ের বিপক্ষে জয়ে শুরু করেছিল পাকিস্তান। এরপর ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছিল তারা। সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় আর্থারের শিষ্যরা। সুপার ফোরের ম্যাচে আবারো ভারতের বিপক্ষে বিশাল ব্যবধানে হারতে হয়েছিল পাকিস্তানকে।

অপরদিকে, এশিয়া কাপের শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে মিশন শুরু করেছিল টাইগাররা। গ্রুপপর্বে আফগানিস্তানের বিপক্ষে হারতে হয়েছিল মাশরাফি-সাকিবদের। সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে হারের লজ্জা এড়াতে পারেনি লাল-সবুজরা। ফলে, টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আফগানদের মুখোমুখি হয়ে জয় তুলে নিয়েছে টাইগাররা। এখন সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিলেই ভারতের বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করবে মুশফিক-মোস্তাফিজরা। গত এশিয়া কাপের ফাইনালিস্ট ছিল বাংলাদেশ-ভারত।

কিন্তু, ভারতের কাছে পর পর দুই ম্যাচ হারা পাকিস্তানের কোচ মিকি আর্থার নিজের দলকে নিয়ে একটু বেশিই আশাবাদী। তিনি ফাইনালে পাকিস্তানকেই দেখছেন। তাতে অলিখিত সেমি ফাইনালে বাংলাদেশ হারবে এমনটাই জানানেল। মিকি আর্থার সংবাদমাধ্যমে বলেছেন, পাকিস্তান তাদের সুপার ফোরের সবশেষ ম্যাচে জিতবে। বাংলাদেশ হারবে। ভারতের বিপক্ষে ফাইনালে আমরাই খেলব।

কিন্তু, পর পর দুই ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে উড়ে যাওয়া পাকিস্তান কি পারবে আত্মবিশ্বাস ফিরে পাওয়া বাংলাদেশকে হারাতে? সেটির আলোচনায় এড়িয়ে গিয়ে মিকি আর্থার যোগ করেন, আমরা ভারতের বিপক্ষে হেরেছি। ফাইনালে সুযোগ থাকছে সেই ভারতকেই হারিয়ে শিরোপা জেতার। আমরা ভারতের বিপক্ষে প্রতিশোধ চাই। আর সেটার বড় মঞ্চ অপেক্ষা করছে এশিয়া কাপের ফাইনাল। আমার কোচিং ক্যারিয়ারে গত ম্যাচে ভারতের বিপক্ষে পরাজয়টাই সব থেকে বাজে দিক হয়ে গেছে।

সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ২৬ সেপ্টেম্বর আবুধাবিতে নামবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায়। গত এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। উৎসঃ
সারাবাংলা।

Logo-orginal