, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

মদিনায় কাতরাচ্ছে সুমন না বাংলাদেশ ? দেখতে গিয়েছিলেন মেয়র নাছির (ভিডিও)

প্রকাশ: ২০১৮-০৯-০৫ ১২:২৭:২৬ || আপডেট: ২০১৮-০৯-০৫ ১২:২৭:২৬

Spread the love

মদিনায় কাতরাচ্ছে সুমন না বাংলাদেশ ? দেখতে গিয়েছিলেন মেয়র নাছির (ভিডিও)নিজস্ব প্রতিবেদক, মধ্যপ্রাচ্যেঃ মদিনায় কাতরাচ্ছে সুমন না বাংলাদেশ ? এমন প্রশ্ন সবার। সুমনের অসহায়ত্ব স্মরণ করিয়ে দেয়, প্রবাসীদের অসহায়ত্বের কথা।

সৌদিআরবের মদিনায় মসজিদে নববীর দশ নাম্বার টয়লেটের পাশে ছয়মাস ধরে পঙ্গুত্ব জীবনযাপন করছে সুমন আলী।

জটিল রোগে আক্রান্ত হয়ে অতিরিক্ত ব্যথাই যন্ত্রনায় দিনে দিনে শারীরিক অবনতি হচ্ছে তার- দুটি পা।

দেশে ফিরে গিয়ে চিকিৎসা করলে হয়তো সুস্থ জিবন ফিরে পাবেন সুমন আলী – না হয় সারা জিবনের জন্য পঙ্গুত্ব জিবন কাটাতে হবে।

বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়ে সহযোগিতা চেয়েছেন সুমন আলী -যে কোনো ভাবে দেশে ফিরতে চাই – পরিবারের জন্য বাঁচতে চাই।

এইদিকে এনটিভির মদিনা প্রতিনিধি সাংবাদিক আলী রাশেদের সচিত্র প্রতিবেদন প্রচারিত হলে বর্তমানে মদিনায় অবস্থানরত চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির দেখতে গিয়েছিলেন হতভাগা প্রবাসী সুমনকে।

সুমনকে নিয়ে সংবাদ প্রকাশ পেয়েছ সব পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে, এরপর কোন সুরাহা এই হতভাগার জীবনকষ্ট।

এইকথা সত্য যে, সুমন যদি বাংলাদেশী না হয়ে অন্য কোন দেশের নাগরিক হলে সেদেশের দূতাবাস তার দায়িত্ব নিত, বললেন মদিনাস্থ চট্টগ্রামের এক ব্যবসায়ী।

ফোনে আরটিএমনিউজের সাথে কথা হলে ঐ ব্যবসায়ী জানান, দূতাবাসের কুটনৈতিক প্রচেষ্টা পারে অসুস্থ সুমনকে দেশে পাঠানোর আইনি বাঁধা দুর করতে।

তিনি বলেন, তার দেশে প্রেরণের টিকেট দিতে অনেকে এগিয়ে এসেছেন, কিন্তু আইনি জটিলতায় আটকে আছে সেই প্রক্রিয়া।

জানাযায়, জীবিকার তাগিদে ১১ মাস আগে ফ্রি ভিসায় সৌদি আরবের রাজধানী রিয়াদে আসেন তিনি। তিন মাস পর আকামা হাতে পেয়ে কর্মের সন্ধানে মদিনায় গিয়ে একটি আবাসিক হোটেলে কাজ পান।

সেখানে কয়েক দিন কাজ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কর্মস্থল থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। সেই থেকে বিনা চিকিৎসায় দিন পার করছেন তিনি।

জটিল রোগে আক্রান্ত হয়ে অতিরিক্ত ব্যথাই যন্ত্রণায় দিনে দিনে শারীরিক অবনতি হচ্ছে। তার- দুটি পা পঙ্গু হয়ে যাচ্ছে।

অসহায় সুমন আলী জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পুঁথিয়ারপুর ইউনিয়নের ভুগারপাড়া গ্রামের মাউসের আলীর ছেলে।

হতভাগা প্রবাসী সুমনের আকুঁতি দেশে ফেরার, নিজের স্বজনদের পাশে থাকার।

আমরা আশাকরি সুমনের সহায়তায় এগিয়ে সরকার, দূতাবাস ও প্রবাসীরা।

#ভিডিও এনটিভির সৌজন্য!

Logo-orginal