, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar rtm

হঠাৎ ঝড়–বৃষ্টি; অন্ধকারে পরীক্ষা দিল শিক্ষার্থীরা

প্রকাশ: ২০১৮-০৯-১৫ ২০:০০:০১ || আপডেট: ২০১৮-০৯-১৫ ২০:০১:২৭

Spread the love
হঠাৎ ঝড়–বৃষ্টি; অন্ধকারে পরীক্ষা দিল শিক্ষার্থীরা / ছবি: প্রতীকী

আরটিএমনিউজ২৪ডটকম, বান্দরবান: সারাদেশের ন্যায় বান্দরবান সরকারি কলেজ কেন্দ্রে গত ৮ সেপ্টেম্বর থেকে অনার্স (সম্মান) পরীক্ষা শুরু হয়েছে। ১৫ সেপ্টেম্বর ৩য় তম পরীক্ষা।

ঘড়ির কাঁটা তখন বেলা তিনটা ছুঁই ছুঁই। খাঁ খাঁ রোদ। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো। তারপরই শুরু ঝড় আর মুষলধারে বৃষ্টি। এ সময় বিদ্যুতের যাওয়া-আসার খেলায় প্রায় ২ ঘণ্টা শিক্ষার্থীরা অন্ধকারে পরীক্ষা দিয়েছে।

জানা যায়, বিদ্যুৎবিহীন অবস্থায় পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে। কয়েকটি কক্ষে মোমবাতি সরবরাহ করা হলেও পুরো কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য আলোর ব্যবস্থা করা হয়নি।

২০২ নম্বর কক্ষের কয়েকজন পরীক্ষার্থী জানান, বৃষ্টির সময় পুরো কক্ষে অন্ধকার নেমে আসে। তখন উত্তরপত্রে লেখা দুরূহ হয়ে পড়েছিল। কক্ষ ইনভিজিলেটরদের দৃষ্টি আকর্ষণ করা হলেও তারা কর্ণপাত করেনি।

Logo-orginal