, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করে সৌদি আরবের আবদুল্লাহ কাসেমী

প্রকাশ: ২০১৮-১০-১২ ০০:১২:৪৯ || আপডেট: ২০১৮-১০-১২ ০০:১২:৪৯

Spread the love

কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করে সৌদি আরবের আবদুল্লাহ কাসেমী সৌদি আরবের নাগরিক ইব্রাহীম ইবনে আবদুল্লাহ কাসেমী চল্লিশতম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জন করেছেন ।

বুধবার মদিনায় মসজিদে নববীতে এক অনুষ্ঠানে পুরস্কার হিসেবে তাকে ২ লাখ ৫০ হাজার রিয়াল দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মদিনার গভর্নর বাদশাহ সালমানের ছেলে ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ।

হিফজুল কুরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন জর্ডানের মালেক আদনান এবং তৃতীয় স্থান অর্জন করেন নাইজেরিয়ার আমের ইউনুছ। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ১২২টি দেশ অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় শীর্ষ দশে থাকা বাকিরা হলেন কেনিয়ার হাইসন সফর আহমদ, জর্ডানের উবাইদা, ফিলিপাইনের মুহাম্মদ শহিদ, নাইজেরিয়ার আবদুল গণি, লিবিয়ার আমিন ছাবের হামদি, বসনিয়ার ওমর ফারুক এবং শ্রীলঙ্কার আহমদ হানিফ। বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশ নেন ক্ষুদে হাফেজ হোসাইন আহমদ। উৎসঃ এরাবিয়ান জার্নাল ।

Logo-orginal