, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar rtm

আগুনে নিঃস্ব রসুলবাগ আবাসিক কলোনির বাসিন্দারা

প্রকাশ: ২০১৮-১০-২১ ২০:৩০:২০ || আপডেট: ২০১৮-১০-২১ ২১:০৫:১৬

Spread the love

আগুনে নিঃস্ব রসুলবাগ আবাসিক কলোনির বাসিন্দারা

মোঃ জাহেদুল ইসলাম, আরটিএমনিউজ২৪ডটকম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চকবাজার রসুলবাগ আবাসিক কলোনিতে প্রায় শতাধিক পরিবারের বাস। জীর্ণশীর্ণ মানুষগুলোর সারা দিন হাড়ভাঙা খাটুনি। তাই রাত বাড়তেই রাজ্যের ঘুম নামে চোখে। পড়ে পড়ে ঘুম শেষে ভোর বিহানে জাগেন। এর পর চোখেমুখে খাবার গুঁজে ছুট। চলে যান হরেকরকম কর্মস্থলে। দোকান কর্মচারী, রিকশাচালক, বাস হেলপার বা ফেরিওয়ালার পেশা- এসব মানুষের।

প্রতিদিনের মত শনিবারও তারা সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত দৈনন্দিন কাজকর্ম শুরু করে বাড়ি ফিরেন। কিন্তু রাত ৮টার দিকে তাদের কলোনিতে লাগা সর্বনাশা আগুন সবকিছু ভস্মীভূত করে দিয়েছে। আগুনে হতাহত না হলেও পুড়ে গেছে ৮০টি বসতঘর। পুড়ে যাওয়া বসতঘরের বাসিন্দারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শনিবার রাত ৮টার দিকে সূত্রপাত হওয়া আগুন প্রায় দেড় ঘন্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক জসিম উদ্দিন জানান, রসুলবাগ আবাসিক এলাকার সড়কে চট্টগ্রাম সিটি করপোরেশনের নালা সংস্কারের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণের পর আগুন লেগেছে। তবে এই বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন জসিম উদ্দিন।

ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, আগুনের খবর পেয়ে শহরের বিভিন্ন ইউনিট থেকে ফায়ার সার্ভিসের ১০টি গাড়ী এলেও রাস্তা ছোট হওয়ার কারণে সব গাড়ী ঢুকতে পারেনি। এজন্য আগুন নেভাতে সময় লেগেছে। অগ্নিকাণ্ডে ৮০টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

Logo-orginal