, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

আরো ১ মাস মেয়াদ বাড়লো অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত আরব আমিরাতের সাধারণ ক্ষমা

প্রকাশ: ২০১৮-১০-৩০ ১৭:০১:১৭ || আপডেট: ২০১৮-১০-৩০ ১৭:০১:১৭

Spread the love

আরো ১ মাস মেয়াদ বাড়লো অবৈধ অভিবাসীদের জন্য ঘোষিত আরব আমিরাতের সাধারণ ক্ষমা
ছবি, সংগৃহীত।

মধ্যপ্রাচ্য ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের জন্য সরকার ঘোষিত সাধারণ ক্ষমার মেয়াদ আরো এক মাস বৃদ্ধি করা হয়েছে।

আগামী ১ ডিসেম্বর ২০১৮ সাধারণ ক্ষমার শেষ দিন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিব।

এর আগে গত আগষ্ট থেকে অক্টোবর ২০১৮ পর্যন্ত তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল আরব আমিরাতের রাজতান্ত্রিক সরকার।

ইতিমধ্যে ৫০ হাজারেরও বেশী অবৈধ অভিবাসী দেশ ছেড়ে গেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে দেশটির উর্ধতন এক ইমিগ্র্যান্ট কর্মকর্তা।

ছবি, বাংলাদেশ দূতাবাস।

আরব আমিরাত ছেড়ে যাওয়াদের বেশির ভাগ বাংলাদশ, ইন্ডিয়া, মিশর, ফিলিপাইন ও পাকিস্তানি অভিবাসী।

অপরদিকে, অবৈধ থেকে বৈধ হওয়ার পূর্বশর্ত হিসেবে নিজ নিজ মিশনে গিয়ে নিজের পাসপোর্ট সংগ্রহ করতে এখনও প্রবাসীদের আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে।

গতকাল পর্যন্ত দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেট থেকে মেশিন রিডেবল ও হাতে লেখা পাসপোর্ট মিলে বাংলাদেশী প্রবাসীদের জন্য প্রায় ৩২ হাজার পাসপোর্ট ইস্যু করা হয়েছে। 

ইস্যু করা পাসপোর্টের অর্ধেকের বেশি প্রবাসী ভিসা ছাড়াই আমিরাতে অবস্থান করছিলেন। এই তথ্য নিশ্চিত করেন কনস্যুলেটের পাসপোর্ট বিভাগের কর্মকর্তা নূর-এ-মাহবুবা জয়া।

এদিকে চলতি সাধারণ ক্ষমার সুযোগ নিয়ে প্রথমদিকে প্রবাসীরা আউট পাস কম সংগ্রহ করলেও শেষ দিকে এসে তারা এটি বেশি সংগ্রহ করছেন বলে জানান কন্স্যুলেটের লেবার কাউন্সিলর এ এস এম জাকির হোসেন। 

তিনি জানান, গত আগস্ট থেকে এ পর্যন্ত প্রায় সাত হাজার বাংলাদেশি প্রবাসীর আউট পাস ইস্যু করা হয়েছে।

Logo-orginal