, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

ইস্তাম্বুলে সৌদি রাষ্ট্রদূত ওতাইবির বাসভবনে তুরস্ক তল্লাশি চালাচ্ছে

প্রকাশ: ২০১৮-১০-১৮ ০০:১৭:১৮ || আপডেট: ২০১৮-১০-১৮ ০০:১৭:১৮

Spread the love

সাংবাদিকইস্তাম্বুলে সৌদি রাষ্ট্রদূত ওতাইবির বাসভবনে তুরস্ক তল্লাশি চালাচ্ছে জামাল খাশোগি নিখোঁজের ঘটনায় ইস্তাম্বুলে সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-ওতাইবির বাসভবনে তুরস্ক তল্লাশি চালাচ্ছে বলে খবর দিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক।তবে অভিযান শুরুর আগেই রাষ্ট্রদূত ওতাইবি তুর্কি ছেড়েছেন।

বুধবার তুর্কি কর্তৃপক্ষ তার বাসভবন তল্লাশি করতে চাইলে তিনি দেশ ত্যাগ করেন বলে খবরে উল্লেখ করা হয়েছে।

তুর্কি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানায়, সৌদি সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজ হওয়ার ঘটনায় মঙ্গলবার মোহাম্মদ আল-ওতাবির বাসভবনে তুর্কি পুলিশের সম্ভাব্য তল্লাশির কয়েক ঘণ্টা আগে রিয়াদগামী একটি বাণিজ্যিক ফ্লাইটে তুরস্ক ছাড়েন তিনি।

মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু সকালে বলেছিলেন, তুর্কি তদন্ত দল সৌদি রাষ্ট্রদূতের বাসভবন তল্লাশি করতে চায়। কিন্তু ওই সময় সৌদি কর্তৃপক্ষ তাতে সম্মতি না দেয়া বুধবার এ তল্লাশি চালানো হয়।

তুর্কি কর্মকর্তারা জানান, যৌথ অনুসন্ধানের অংশ হিসেবে সৌদি আরবের কর্মকর্তাদের কনসাল জেনারেলের বাসভবনে উপস্থিত থাকার কথা ছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, সৌদির কনসাল জেনারেলের বাসভবনে মঙ্গলবার তল্লাশি চালানোর কথা থাকলেও এতে বিলম্ব ঘটে।

প্রসঙ্গত, মঙ্গলবার সাংবাদিক জামাল খাসোগির ব্যাপারে আলোচনা করতে সৌদি আরব পৌছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। পম্পেও রিয়াদে আসার পর বাদশাহ সালমানের সাথে রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে,পম্পেও খাসোগির ঘটনার পুঙ্খানুপুঙ্খ এবং সচ্ছ্ব তদন্তে প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।

তাছাড়া,আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাদশাহ সালমানের আলোচনার বিষয়টিও আরো স্পষ্ট করে জেনে নেওয়ার কথা রয়েছে পম্পেওর।

উৎসঃ এরাবিয়ান জার্নাল।

Logo-orginal