, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

কবি আল মাহমুদের জন্য দোয়া চেয়েছেন স্বজন ও ভক্তরা

প্রকাশ: ২০১৮-১০-০৫ ১৭:০৭:০১ || আপডেট: ২০১৮-১০-০৫ ১৭:০৭:০১

Spread the love

কবি আল মাহমুদের জন্য দোয়া চেয়েছেন স্বজন ও ভক্তরাঢাকাঃ সমকালীন বাংলা সাহিত্যের প্রধান কবি আল মাহমুদ। ভীষণ অসুস্থ অবুঝ শিশুর মতো শুয়ে আছেন বাংলা সাহিত্যের এ প্রাণপুরুষ।

গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন আধুৃনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি।

দিনের প্রায় ২৪ ঘন্টাই বিছানায় বেঘোরে ঘুমিয়ে থাকেন তিনি। শোয়া থেকে উঠার শক্তি নেই তার। ওষুধ মুখে দিলেও গলাদ:করনের অবস্থা নেই এখন তার।

অনেক ডাকাডাকির পর চোখ মেলে হঠাৎ একটু সাড়া দিলেও জবাব দেবার মত অবস্থা একেবারেই নেই বললে চলে।

কবির নিয়মিত চিকিৎসক ইবনে সিনা হাসপাতালের নিউরোলজিস্ট ডাক্তার আবদুল হাই জানিয়েছেন, বার্ধ্যক্যজনিত কারণে কবি আল মাহমুদের এ অসুস্থতা। এছাড়া বড় ধরনের কোন শারীরিক সমস্যা নেই । কবির উন্নত চিকিৎসার জন্যও চিন্তা করা হচ্ছে।

তবে হাসপাতালের পরিবেশে চিকিৎসাধীন না রেখে নিজ বাসভবনে কবির যত্ন তদারকি করতেই বেশি আগ্রহী কবি পরিবার। এ পরিস্থিতিতে তারা কবির জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন।

কবি বাংলা সাহিত্যের কিংবদন্তি কবি। তার শতায়ু কামনা করে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন স্বজন ও ভক্তরা।

আল মাহমুদের জন্ম ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে। তার প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। বর্তমানে তিনি ৮২ বছরের জীবনকাল অতিক্রম করছেন।

#প্রেস বিজ্ঞপ্তি।

Logo-orginal