, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

কুয়েতে বিদেশী শ্রমিকদের ভিসা স্থানান্তরের নতুন নিয়ম

প্রকাশ: ২০১৮-১০-৩১ ১১:২৪:৩৬ || আপডেট: ২০১৮-১০-৩১ ১১:২৪:৩৬

Spread the love

কুয়েতে বিদেশী শ্রমিকদের ভিসা স্থানান্তরের  নতুন নিয়ম
ছবি, আরব টাইমস।
কুয়েত সিটিঃ কুয়েতের শ্রম বাজার সুশৃঙ্খল ও শ্রমিকদের হার হ্রাস করার লক্ষ্যে নতুন শর্তাদি প্রকাশ করারর সিদ্ধান্ত নিয়েছে সিভিল সার্ভিস কমিশন, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ অক্টোবর) জনসংযোগ ও গণমাধ্যম পরিচালক আছিল আল-মাজিদের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে শ্রমিকদের নিয়োগ, শ্রম বাজার ও ভিসা পরিবর্তন সম্পর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রে শর্তাবলী ঘোষণা করা হবে।

তিনি বলেন, প্রাইভেট থেকে পাবলিক সেক্টরে বহির্মুখী শ্রমিকের ভিসা পরিবর্তনে কমিশনের অনুমোদন নিতে হবে।

তিনি বলেন, একজন শ্রমিক প্রাইভেট সেক্টরে স্থানান্তরিত হওয়ার জন্য, তাদের অবশ্য চুক্তিবদ্ধ প্রকল্প অনুসারে নিয়োগকর্তার ডিমান্ড নোটের প্রয়োজনীয়তা যাচাই করতে হবে। পাশাপাশি শ্রমিকের পেশাগত যোগ্যতার সনদ, নিয়োগকর্তার লাইসেন্স ও অন্যান্য কাগজাদী সংযুক্ত করতে হবে।

তবে গভঃ সেক্টরে কর্মরত বিদেশী শ্রমিকদের জন্যও নতুন নিয়ম শর্তসহকারে জানানো হতে পারে।

কুয়েত পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, যে দেশে মোট শ্রমিক সংখ্যা প্রায় ২.২ মিলিয়ন।

মাত্র ১৭,৮২০ স্কয়ার কিলোমিটারের দেশ কুয়েতের মোট জনসংখ্যা ৪,২২১,৬৫০ জন।

বিদেশী শ্রমিকদের মধ্যে বরাবরের মত শীর্ষে আছেন ভারতীয় ও মিশরীয়রা। ভারতীয় ও মিশরীয়রা যথাক্রমে সর্বোচ্চ সংখ্যক ৫,৫৭০০০ এবং ৪,৭০০০০ জন শ্রমিক কুয়েতে রয়েছে ।

দেশটিতে মোট ১৬৫ দেশের লোক রয়েছে, তার মধ্যে
১০টি দেশের অবস্থান শীর্ষে। প্রায় দুই লক্ষাধিক শ্রমিক নিয়ে বাংলাদেশীদের অবস্থান ৩য়।

Logo-orginal