, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

প্রবাসের রঙিন স্বপ্নকে পিছনে ফেলে রবের সান্নিধ্য সৌদি প্রবাসী লোহাগাড়ার আবির

প্রকাশ: ২০১৮-১০-২৯ ২৩:৪৬:০৩ || আপডেট: ২০১৮-১০-২৯ ২৩:৪৬:০৩

Spread the love

প্রবাসের রঙিন স্বপ্নকে পিছনে ফেলে রবের সান্নিধ্য সৌদি প্রবাসী লোহাগাড়ার আবির
পরপারের বাসিন্দা হয়ে প্রবাস জীবনের শেষ হল বাংলাদেশি মোহাম্মদ আবিরের। রঙিন স্বপ্নের প্রবাস জীবনকে পিছনে পেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৩০ বছর বয়সী আবির।

*ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন*

সৌদি আরবের মক্কায় কর্মরত মোহাম্মদ আবির (৩০) মারা যান।
তার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে।

রবিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে সৌদি আরব মক্কা কিং আব্দুল আজিজ হাসপাতালে মারা যান তিনি।

প্রবাসী বাংলাদেশীরা জানান, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে মক্কার স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় আবির কে। পরে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, রবিবার রাতে সৌদি আরব মক্কা কিং আব্দুল আজিজ হাসপাতালে দীর্ঘ ৪৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে যান এ প্রবাসী বাংলাদেশি। মোহাম্মদ আবিরের মৃত্যুতে তার দেশের বড়িতে শোকের মাতম চলছে।তবে কবে নাগাত লাশ দেশে ফিরবে তা জানা যায়নি ।

চুনতির ছেলে মরহুম আবিরের রুহের মাগফিরাত কামনা করে ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আরটিএমনিউজ।

Logo-orginal