, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

সীমান্তে বিএসএফের গুলিতে জেম আলী নামে এক বাংলাদেশি নিহত

প্রকাশ: ২০১৮-১০-২২ ২০:০৬:২২ || আপডেট: ২০১৮-১০-২২ ২০:০৬:২২

Spread the love

সীমান্তে বিএসএফের গুলিতে জেম আলী নামে এক বাংলাদেশি নিহতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বিএসএফের গুলিতে জেম আলী (৩০) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।

রোববার রাতে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতে অনুপ্রবেশ করলে ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যদের গুলিতে তিনি আহত হন। রাতেই তার মৃত্যু হয়।

নিহত জেম আলী শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের আবদুল হামিদের ছেলে।

জানা গেছে, রোববার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে গরু আনার জন্য একদল বাংলাদেশি রাখাল ভারতে অনুপ্রবেশ করলে ভারতের ১৮০ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে জেম আলী গুলিবিদ্ধ হলে তার অপর সঙ্গীরা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে পালিয়ে আসেন। পরে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না, তবে খোঁজ নিয়ে দেখছেন বলে জানান। উৎসঃ যুগান্তর ।

Logo-orginal