, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

admin admin

চট্টগ্রাম মুসলিম হলের নাম সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর নামে করার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া

প্রকাশ: ২০১৮-১০-২০ ১৬:৫৪:৩৫ || আপডেট: ২০১৮-১০-২০ ১৬:৫৪:৩৫

Spread the love

চট্টগ্রাম মুসলিম হলের নাম সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর নামে করার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া চট্টগ্রামের মুসলিম হল ইনস্টিটিউট কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, আইয়ুব বাচ্চু চট্টগ্রামের সম্পদ ছিলেন। দেশকে তিনি অনেক কিছু দিয়েছেন। এখন আমাদের দেয়ার পালা।

মেয়র নাছিরের এমন ঘোষণায় বিস্ময় প্রকাশ করেছে নগরবাসী। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে, ঐতিহ্যবাহী চট্টগ্রামের পীর আউলিয়ার অবাধ বিচরণ ও মুসিলম ঐতিহ্যের নাম “মুসলিম হল।

মুসলমানদের সংস্কৃতি ও মান-সম্মানের প্রতীক মুসলিম নামটি, আবেগ দেখাতে গিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে? ভেবে দেখবেন মাননীয় মেয়র, আবেদন এক ফেইচবুক ব্লগারের।

এর আগে শনিবার দুপুরে চট্টগ্রামের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি শিল্পীর নানাবাড়িতে তাঁর মরদেহ হস্তান্তরের সময় গণমাধ্যমকে এই নামকরণের কথা জানান মেয়র নাছির।

মেয়র বলেন, চট্টগ্রামে অবস্থিত মুসলিম হল ইনস্টিটিউট আইয়ুব বাচ্চুর নামে নামকরণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটে তার মরদেহ বহনকারী ইউএস বাংলার ১০৩ নম্বর ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দের সব আনুষ্ঠানিকতা শেষে শিল্পীর মরদেহটি পূর্ব মাদারবাড়ি তাঁর নানাবাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

Logo-orginal