, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

আল্লাহু আকবর বলে সিজদা করায় বিজয়ী এক কুস্তিগিরকে পরাজিত ঘোষণা

প্রকাশ: ২০১৮-১১-২২ ০৩:৫১:৩৭ || আপডেট: ২০১৮-১১-২২ ০৩:৫১:৩৭

Spread the love

আল্লাহু আকবর বলে সিজদা করায় বিজয়ী এক কুস্তিগিরকে পরাজিত ঘোষণা
সম্প্রতি একটি রেসলিং প্রতিযোগিতায় তুরস্কের বিজয়ী এক কুস্তিগিরকে পরাজিত ঘোষণা করেছে ঐ প্রতিযোগিতার রেফারী।

আনাস উসুলু নামের তুর্কি এক কুস্তিগিরের প্রতিদ্বন্দ্বী ছিলো এক রাশিয়ান। দ্বৈত এ প্রতিযোগিতায় রাশিয়ার এই প্রতিযোগীর বিপক্ষে বিজয়ী হবার পরে আনাস উসুলু আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহু আকবর বলে সেজদা দেয়ায় অন্যায় ভাবে তাকে বিজয়ীর বদলে পরাজিত ঘোষণা করে।

তুর্কি রেসলিং ফেডারেশন রেফারির এধরণের অনৈতিক সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে।

ফেডারেশনের চেয়ারম্যান বলেছেন, আনাস সেমিফাইনালে ৬-০ পয়েন্টে এগিয়ে থেকে ফাইনালে নিশ্চিত বিজয়ী হওয়ার ক্ষণ গণনা করছিলো কিন্তু যখন সে আল্লাহু আকবর বলে সেজদা দিয়ে ফাইনালে অংশগ্রহণ করে, দুঃখজনকভাবে সে ২-০ রেটিং এ পিছিয়ে পড়ে আর কোটের রেফারী তাকে পরাজিত ঘোষণা করে। এটা কুস্তির নিয়মের মধ্যে পড়েনা। আনাসের আরো সুযোগ ছিলো, সময়ও ছিলো।

সবশেষে তিনি আনাসকে কোরআনের এই আয়াত দিয়ে সান্ত্বনা দেন “হীনমন্য হয়ো না, দুঃখ করোনা, বিজয়ী তুমি হবেই যদি বিশ্বাস রাখতে পারো” – সূরা আল ইমরান।
সুত্রঃ ইনকিলাব।

Logo-orginal