, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েত এয়ারপোর্টে প্রবাসীদের ব্যাগেজ থেকে রেশনের পণ্য জব্দ

প্রকাশ: ২০১৮-১১-০৪ ১৪:০৫:৩৪ || আপডেট: ২০১৮-১১-০৪ ১৫:২৪:৫০

Spread the love

কুয়েত এয়ারপোর্টে প্রবাসীদের ব্যাগেজ থেকে রেশনের পণ্য জব্দ
ছবি, সংগৃহীত।
কুয়েত সিটি: কুয়েত পৌরসভার সরবারাহকৃত বিপুল পণ্য জব্দ করেছে কাস্টমস।

রোববার (৪ নভেম্বর) দেশটির কাস্টমস কতৃপক্ষের প্রেস রিলিজে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিদেশী নাগরিকদের দেশে প্রেরণের কার্গো ব্যাগেজ থেকে এইসব পণ্য জব্দ করা হয়।

কুয়েত সরকার দেশের নাগরিকদের জন্য ভুর্তকি দিয়ে রেশনিং এর মাধ্যামে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে, তাহা বিভিন্ন দেশের নাগরিকদের নিকট বিক্রি করে দেয় রেশন প্রাপ্তরা।

দেশটির পৌরসভা বারবার সতর্কতা জারি সত্ত্বেও রেশনিং এর দুধ, তৈল, চাল ইত্যাদি পণ্য এয়ার ও সি কার্গোতে দেশে প্রেরণ করছে বিভিন্ন দেশের নাগরিকরা।

সুত্রে প্রকাশ, কুয়েত কাস্টমস কতৃপক্ষ বিশেষ মনিটারিং এর সাহায্যে এয়ারপোর্ট ও সি পোর্টে রেশনিং পণ্য জব্দ করতেছে।

Logo-orginal