, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

চট্টগ্রামে পিইসি পরীক্ষায় অংশ নিলো এক লাখ ৪৫ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী

প্রকাশ: ২০১৮-১১-১৮ ১৩:১৪:১২ || আপডেট: ২০১৮-১১-১৮ ১৩:১৪:১২

Spread the love

চট্টগ্রামে পিইসি পরীক্ষায় অংশ নিলো এক লাখ ৪৫ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী
ছবি, সংগৃহীত।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় পিইসি সমাপনী পরীক্ষায় অংশ নিলো এক লাখ ৪৫ হাজার ৫৬৩ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ডের সুত্রে প্রকাশ, জেলার ৩ হাজার ৬৬৬টি বিদ্যালয় থেকে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে । প্রথমবারের মত সমাপনীতে থাকছে না বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ)।

২০১৭ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫২ হাজার ৫৫২ জন। চলতি বছরের সমাপনীতে ৬ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থী কমেছে। তবে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১১ হাজার ৫৪৭ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৬৭ হাজার ৮ জন ছাত্র এবং ৭৮ হাজার ৫৫৫ জন ছাত্রী, যারা ৩৪৯টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ১৩ হাজার ৮৭৪ জন ছাত্র এবং ১২ হাজার ৭২ জন ছাত্রী। যারা ৫৮৪টি মাদ্রাসা থেকে পরীক্ষা দিচ্ছে।

রোববার (১৮ নভেম্বর) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত। এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা পদ্ধতিতে দুটি পরিবর্তন এসেছে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় ২০ মিনিটের পরিবর্তে তা বৃদ্ধি করে ৩০ মিনিট করা হয়েছে। রবিবার থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

Logo-orginal