, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

টেস্টে অভিষেক হল ওপেনার সাদমান ইসলামের

প্রকাশ: ২০১৮-১১-৩০ ১৮:৩৫:২১ || আপডেট: ২০১৮-১১-৩০ ১৮:৩৬:০৭

Spread the love

টেস্টে অভিষেক হল ওপেনার সাদমান ইসলামের
২০১৮ সালে বাংলাদেশের হয়ে ৮ জন ক্রিকেটারের টেস্ট অভিষেক হলো। যা বিগত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। সবশেষ টেস্ট ক্যাপ পরেন ওপেনার সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিতের ম্যাচে অভিষেক হয় এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যানের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে সাদমানের মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে দেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে প্রথমে রাখা হয়নি ২৩ বছর বয়সী সাদমানকে। পরে বিশেষ বিবেচনায় তাকে দলে নেয়া হয়। চট্টগ্রামে অভিষেক হয়নি তার।

মিরপুরে সুযোগ মেলে একাদশে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪২ ম্যাচে ৪৬.৫০ গড়ে ৩০২৩ রান করেন সাদমান। সেঞ্চুরি রয়েছে ৭টি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৮৯ রানের।

এ বছর বাংলাদেশের হয়ে অভিষিক্ত আটজনের মধ্যে গত ৪ ম্যাচে টেস্ট ক্যাপ পান ৬ জন। অভিষিক্ত ৮ জন হলেন যথাক্রমে সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ, নাঈম হাসান ও সাদমান ইসলাম। এদের মধ্যে তিনজন (সাদমান, মিঠুন ও নাঈম) রয়েছেন বর্তমান একাদশে।

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ১১ খেলোয়াড়ের পর সর্বোচ্চ ১০ জনের অভিষেক হয়েছিল ২০০২ সালে। ২০০১ সালে ৯ জনের টেস্ট অভিষেক হয়। উৎসঃ মানবজমিন ।

Logo-orginal