, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

বন্যার কারণে কুয়েতে জরিমানা মওকুফের ঘোষণা

প্রকাশ: ২০১৮-১১-১৬ ১১:৩১:৫৫ || আপডেট: ২০১৮-১১-১৬ ১২:১৯:০৬

Spread the love

বন্যার কারণে কুয়েতে ক্ষতিপুরণ প্রদান ও জরিমানা মওকুফের ঘোষণা
হাসাবিয়া।

কুয়েত সিটিঃ কুয়েতি ও বিদেশীদের জন্য জরিমানা ছাড় দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় । বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দেশটির পার্সপোর্ট বিভাগ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ।

“দৈনিক আল কাবাছ সুত্রে প্রকাশ, বুধবার ও বৃহস্পতিবার যাদের একামার মেয়াদ শেষ হয়েছে, তাদের জরিমানা গুনতে হবেনা ।

কুয়েতে বর্তমান আবহাওয়া পরিস্থিতির বিবেচনায় উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল-জাররাহের নির্দেশে এই আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।

কুয়েতি গৃহে কর্মরত খাদেম, বিদেশীদের পরিবারের সদস্য, কোম্পানীতে কর্মরত সব ধরণের শ্রমিককে জরিমানা দিতে হবেনা ।

তবে জরিমানা পরিশোধ এড়াতে চাইলে আগামী রোববারে (১৮ নভেম্বর) তাদেরকে অবশ্য একামা নবায়ন করিতে হইবে । অন্যতায়, অতিরিক্ত দিন থেকে জরিমানা গণ্য করা হবে বলে জানান পার্সপোর্ট বিভাগের উপ-পরিচালক ।

উল্লেখ্য, বিগত দুই সপ্তাহ থেকে প্রচুর বৃষ্টিপাতের কারণে বন্যার কবলে পড়েছে তেল সমৃদ্ধ দেশ কুয়েত, এবং গত বুধবার ও বৃহস্পতিবার জরুরী সরকারী ছুটি ঘোষণা করা হয়েছিল ।

Logo-orginal