, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

ভিডিওগেম খেলাকে হারাম ঘোষণা করল ইরাকের আলেমরা

প্রকাশ: ২০১৮-১১-১৯ ২৩:২৮:৩৯ || আপডেট: ২০১৮-১১-১৯ ২৩:২৮:৩৯

Spread the love

ভিডিওগেম খেলাকে হারাম ঘোষণা করল ইরাকের আলেমরা
ভিডিওগেম খেলাকে হারাম ঘোষণা করে আনুষ্ঠানিক ফতোয়া জারি করেছে ইরাকের কুর্দিস্তান কেন্দ্রিয় শরিয়াহ কাউন্সিল। তাদের যুক্তি হলো, ভিডিওগেম খেললে সময় নষ্ট হয়। আর সময় নষ্ট করা ইসলামে হারাম। খবর বিবিসির।

কুর্দিস্তান শরিয়াহ কাউন্সিলের ইমাম ইরফান রাশিদ বলেন, ‘মোবাইল ফোনে এভাবে ভিডিওগেম খেললে চোখের ক্ষতি হয়। এটি শরীরেরও ক্ষতি করে। কিন্তু আমাদের নবী হযরত মোহাম্মদ (স.) বলেছেন শরীরের কিছু হক আছে। আমাদেরকে তা আদায় করতে হবে। আমাদের অবশ্যই শরীরের যত্ন নিতে হবে।’

তবে কুর্দিস্তানের অনেক উদার আলেম এ ফতোয়ার সঙ্গে একমত নন। কুর্দি ইমাম মালা সামান সাঙ্গাউয়ি বলেন, ‘শুধু এই ভিডিওগেমের ওপর ফতোয়া দেয়া বাকি ছিল। এখন এটিকেও হারাম ঘোষণা করা হলো। অনেক বিষয়কে হারাম ঘোষণা করায় এদেশের তরুণরা বিভ্রান্ত হচ্ছে। বলা হলো ফ্রেঞ্চকাট দাড়ি রাখা হারাম। দাঁড়ি ও চুলের স্টাইল করা হারাম। তরুণদের কে তাদের নিজেদের মতো চলতে দিন।’

আরও পড়ুনঃ তেল রপ্তানি অব্যাহত থাকবে: ইরান

এ ফতোয়া নিয়ে বিতর্ক হওয়ায় কট্টর ইসলামের প্রভাব ঐ অঞ্চলে কতটা তা নিয়েও আলোচনা হচ্ছে। একটি কুর্দি গণমাধ্যমের সম্পাদক গোরান আবদু্ল্লাহ বলেন, ‘বর্তমানে এসব বিষয় নিয়ে অনলাইনে বিতর্ক হচ্ছে। ধর্ম নিয়ে মানুষ বিতর্ক করার একটা জায়গা পেয়েছে এটা একটা ভাল দিক।উতস উৎসঃ ইত্তেফাক।

Logo-orginal