, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠক শেষে যা বললেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: ২০১৮-১২-১৯ ১৭:৪৪:১৬ || আপডেট: ২০১৮-১২-১৯ ১৭:৪৪:১৬

Spread the love

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতসহ ৩৫টি দেশের কূটনীতিকরা। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর অভিজাত একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে বেরিয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন পদ্ধতি সুষ্ঠু রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। এর আগে আমি আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছি, বিএনপির সঙ্গে বৈঠক করেছি। আমার একই কথা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী পদ্ধতি সুষ্ঠু রাখতে হবে, সহিংসতা পরিহার করতে হবে।’

বৈঠক শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, ‘বৈঠকে আমাদের ইশতেহারটি কূটনৈতিকদের কাছে তুলে ধরেছি। তাদের জানিয়েছি, কীভাবে আমাদের ওপর হামলা, মামলা হচ্ছে। আমাদের প্রতিকূলতা আমরা তাদের সামনে তুলে ধরেছি। উনারা শুধু শুনেছেন, কোনো মন্তব্য করেননি।’

ওই বৈঠকে কূটনীতিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, তুরস্ক, ডেনমার্ক, ফিলিপাইন, ফ্রান্স, অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তারা। উৎসঃ আমাদের সময় ।

Logo-orginal