, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থী শরীফুজ্জমানের দুটি মাইক্রোবাসেও ভাঙচুর

প্রকাশ: ২০১৮-১২-১১ ১১:১২:০২ || আপডেট: ২০১৮-১২-১১ ১১:১২:০২

Spread the love

চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফের গাড়ি বহরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় শরীফুজ্জমানের দুটি মাইক্রোবাসেও ভাঙচুর করা হয়েছে। এতে দুই জন নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিএনপির দলীয় নেতাকর্মীরা জানান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সোমবার রাতে চুয়াডাঙ্গায় ফিরছিলেন ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ। তাদের দাবি রাত ৯টার দিকে শরীফুজ্জামানের গাড়িবহর আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পশুহাট এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাদের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। ভাঙচুর করা হয় দুটি হাইএক্স মাইক্রোবাস। এ সময় দ্রুতবেগে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

রাতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে জরুরী এক সংবাদ সন্মেলনে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান শরীফ তার গাড়ি বহরে হামলার চিত্র তুলে ধরেন। এই হামলাকে পরিকল্পিত দাবি করে হামলার জন্য তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দায়ি করেন। হামলায় তার সাথে থাকা যুবদল নেতা হাবলু ও মিশু আহত হয়েছে বলেও জানানো হয়।

এদিকে, চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকাতেও বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুর নির্বাচনী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলা শহরের চার রাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
উৎসঃ যমুনা টিভি।

Logo-orginal