, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

প্রশ্ন করেন কাকে? সন্দেহ জাগে এটা কি সাংবাদিকতা নাকি অন্য কিছু? ড. আসিফ নজরুল

প্রকাশ: ২০১৮-১২-১৫ ১৪:০৮:২৩ || আপডেট: ২০১৮-১২-১৫ ১৪:০৮:২৩

Spread the love

ড. আসিফ নজরুল তার ফেসবুক পেইজে লিখেছেন, প্রশ্ন করেন কাকে?
ভাবুন তো আওয়ামী লীগ সভানেত্রী গেছেন শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে। সেখানে উনাকে কি প্রশ্ন করতে পারবেন একাত্তরে পাকিস্তানী হানাদার বাহিনীর হয়ে যুদ্ধ করা এক সামরিক অফিসারকে তাদের জোট থেকে নমিনেশন দেয়া নিয়ে? করতে পারবেন এমন আরো প্রশ্ন?

প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে কি প্রশ্ন করেন একের পর এক ব্যাংক লুট, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার, মানুষ গুম, শেয়ার বাজার লুট, এদেশ থেকে নেয়া ভারতীয়দের নজীরবিহীন অংকের রেমিটেন্স, সরকারী প্রকল্পে অস্বাভাবিক খরচ নিয়ে?

ড. কামাল বা ফখরুলকে প্রশ্নবানে বিদ্ধ করার অধিকার আপনার আছে। তবে এ্ প্রশ্নবান বেশী থাকা উচিত দশ বছর ধরে ক্ষমতায় থাকা সরকারের প্রতি। এটি না করে শুধু সরকারের প্রতিদ্ধন্ধীদের প্রতি প্রশ্নবান নিক্ষেপে মরিয়া হয়ে উঠলে সন্দেহ জাগে এটা কি সাংবাদিকতা নাকি অন্য কিছু?

তিনি আরো লিখেছেন, আওয়ামী লীগের পক্ষ থেকে নাকি জরীপ করে দেখা গেছে, তারা নির্বাচনে ১৬৮ থেকে ২২৬ টি আসন পর্যন্ত পাবেন। যদি এতো নিশ্চিত থাকেন যে জিতবেন, তাহলে বিরোধী দলের প্রতি এতো মামলা, হামলা, হুমকি, গ্রেফতার কেন?

Logo-orginal