, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

মার্কিন কংগ্রেসে জামায়াতের বিরুদ্ধে বিল’ প্রকাশিত খবরের প্রতিবাদ জামায়াতে ইসলামীর

প্রকাশ: ২০১৮-১২-০২ ১১:০৮:১৯ || আপডেট: ২০১৮-১২-০২ ১১:০৮:১৯

Spread the love

মার্কিন কংগ্রেসে জামায়াতের বিরুদ্ধে বিল’ প্রকাশিত খবরের প্রতিবাদ জামায়াতে ইসলামীর
একটি অনলাইন ও দৈনিক পত্রিকায় ‘মার্কিন কংগ্রেসে জামায়াতের বিরুদ্ধে বিল’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মো: তাসনীম আলম গতকাল এক বিবৃতিতে বলেন, উল্লিখিত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ২০১৫ সালে অনুরূপ একটি বিল মার্কিন কংগ্রেসের কমিটিতে জমা দিলে বাছাই কমিটি তা বাতিল করে দেয়। ফলে তা কংগ্রেসে উত্থাপিত হয়নি। তিন বছর পর গত ২০ নভেম্বর জনৈক কংগ্রেসম্যান একই ধরনের বিল কংগ্রেসে উত্থাপনের উদ্দেশ্যে কমিটিতে জমা দেন। এবারের এই বিলে ৫৩৪ জন কংগ্রেসম্যানের মধ্যে মাত্র একজন কংগ্রেসম্যান সমর্থন করেছেন। একই ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্যের কারণে এবারো বাছাই কমিটিতে এই বিল প্রত্যাখ্যাত হবে, ইনশাআল্লাহ। 

তিনি বলেন, বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্র্বাচনের আগে এ ধরনের মিথ্যা তথ্য সংবলিত একটি বিল উত্থাপন করে বাংলাদেশের জনগণকে রাজনৈতিকভাবে ব্লাকমেইলিংয়ের অপচেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ জানে জামায়াতে ইসলামীর সাথে কথিত অভিযোগের কোনো সম্পর্ক নেই। মার্কিন কংগ্রেসও এই মিথ্যা তথ্য দ্বারা সাজানো বিল সম্পর্কে ওয়াকিবহাল আছেন এবং তা ২০১৫ সালের বিলের পরিণতি বরণ করবে। আমারা বিশ^াস করি যারা রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংসদ নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র্রের কংগ্রেসে বিল উত্থাপন করে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে; তাদের উদ্দেশ্য সম্পূর্ণ ব্যর্থ হবে। #প্রেস বিজ্ঞপ্তি।

Logo-orginal