, সোমবার, ৬ মে ২০২৪

admin admin

সৌদি প্রবাসীদের জন্য আবারো অশনিসংকেত” আরো ৪১ পেশা সৌদিকরন

প্রকাশ: ২০১৮-১২-১৭ ১২:৪৮:৫৬ || আপডেট: ২০১৮-১২-১৭ ১২:৪৮:৫৬

Spread the love

প্রবাসী ডেস্কঃ সৌদিআরবের শ্রম মন্ত্রণাললয় নতুন করে আরো ৪১ টি পেশা সৌদিকরনের ঘোষণা দিয়েছে।

আগামী ২০১৯ সালের ৭ এপ্রিল থেকে এই আইন কার্যকর হবে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয় ।

এমন ঘোষণায় আবারো বিপাকে পড়েত যাচ্ছে বিদেশী বিনিয়োগকারী ও প্রবাসীরা।

আরব নিউজে প্রকাশিত তথ্য অনুসারে বেসরকারী টুরিষ্ট হোটেল,শপিং মার্কেট,কমার্শিয়াল সেন্টার,এনজিও গুলোর গুরুত্বপূর্ণ পেশাগুলো তে শতভাগ সৌদিকরন করতে যাচ্ছে দেশটির সরকার।

গুরুত্বপূর্ণ পেশা গুলোর নাম নিচে দেয়া হলো, দেখুন…

নতুন বছরের ১৯ সালের এপ্রিল ৭ তারিখ থেকে শুরু হবে এবং বিভিন্ন বেসরকারী টুরিষ্ট হোটেল,শপিং মার্কেট,কমার্শিয়াল সেন্টার,এনজিও গুলোর গুরুত্বপূর্ণ পেশাগুলো তে শতভাগ সৌদিকরন করতে যাচ্ছে দেশটির সরকার।গুরুত্বপূর্ণ পেশাসমূহ-

১. হালকা জাতীয় গাড়ি চালক।
২. অর্ডার গ্রহণকারী। 
৩. নিরাপত্তা ও নিরাপত্তা কর্মকর্তা।
৪. খাদ্য পরিষেবা কর্মচারী।
৫. টেলিফোন অপারেটর।

৬.তথ্য-এন্ট্রি ক্লার্ক।
৭.প্রশাসনিক ক্লার্ক।
৮.সেক্রেটারি
৯.জেনারেল সার্ভিস সুপারভাইজার।
১০.রুম সার্ভিস সুপারভাইজার

১১.রক্ষণাবেক্ষণ সুপারভাইজার
১২. বিক্রয় ও বিপণন সুপারভাইজার,
১৩. নিরাপত্তা ও নিরাপত্তা সুপারভাইজার, 
১৪.পর্যটন কর্মসূচী সুপারভাইজার,
১৫. ফ্রন্ট অফিস সুপারভাইজার, 

১৬.টেলিফোন অপারেটর সুপারভাইজার, 
১৭.নিরাপত্তা পরিচালক এবং নিরাপত্তা, 
১৮.ভারপ্রাপ্ত পরিচালক, 
১৯.রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক, 
২০.রুম সার্ভিস ম্যানেজার, 

২১.গ্রাহক সেবা ব্যবস্থাপক,
২২. প্রশাসনিক পরিচালক, 
২৩.বিক্রয় ও বিপণন প্রতিনিধি, 
২৪.পর্যটন কর্মসূচীর পরিচালক, 
২৫.ফ্রন্ট অফিসের পরিচালক, এবং 
২৬.কর্মীদের সম্পর্কের পরিচালক।

Logo-orginal