, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

৮৯ সাল থেকে ৯৫,২৩৮জন কাশ্মিরীকে হত্যা করেছে ভারতীয় বাহিনী

প্রকাশ: ২০১৮-১২-১৩ ২৩:০৮:৪৮ || আপডেট: ২০১৮-১২-১৩ ২৩:০৮:৪৮

Spread the love

ভারতীয় সেনারা ১৯৮৯ সালের জানুয়ারি মাস থেকে এপর্যন্ত ৯৫,২৩৮জন কাশ্মিরীকে হত্যা করেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাশ্মীর ভিত্তিক গবেষণা সংস্থা ‘কাশ্মীর মিডিয়া সার্ভিস’।

সম্প্রতি প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, এসকল হত্যাকাণ্ডের মাধ্যমে মোট ২২,৮৯৪ জন কাশ্মিরী নারী বিধবা এবং ১,০৭,৫৫১ জন শিশু এতিম হয়েছে। ভারতীয় বাহিনী এই সময়ের মধ্যে মোট ১১,১০৭ জন কাশ্মিরী নারীকে লাঞ্ছিত করেছে এবং ১,০৯,১৯১ টি বসতবাড়ী ও অন্যান্য স্থাপনা ধ্বংস করেছে। এছাড়া ২,৩৪৮ জনের অধিক কাশ্মিরীকে গ্রেফতার করা হয়েছে।সূত্র: কাশ্মীর মিডিয়া সার্ভিস

প্রতিবেদনে বলা হয়, সাইয়েদ আলী গিলানী, মীরওয়াইজ উমর ফারুক, মুহাম্মদ ইয়াসিন মালিক সহ কাশ্মিরের স্বাধীনতাকামী আন্দোলনের অধিকাংশ নেতাকে বছরের অধিকাংশ সময়ই কারাগারে বা নিজেদের বাড়ীতে বন্দী করে রাখা হয়েছে।

Logo-orginal