, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

অবশেষে সৌদিতে মারিয়ার কনসার্ট” হতাশ মুসলমানরা

প্রকাশ: ২০১৯-০১-২৮ ১০:৪৪:২৬ || আপডেট: ২০১৯-০১-২৮ ১০:৪৪:২৬

Spread the love

জেদ্দঃ মুসলমানদের পবিত্র ভুমিত সৌদিআরবে গাইবেন নাচবেন সিঙ্গার মারিয়া কেরি, এমন সংবাদে হতাশ পুরো মুসলিম বিশ্ব।

আরব নিউজে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে বেশকটি অনলাইন নিউজে জানাযায়, জেদ্দার একটি বাণিজ্যিক জোনে কনসার্টের আয়োজন করা হয়েছে।

আগামী ৩১ জানুয়ারি সন্ধ্যায় আমেরিকার সিঙ্গার মারিয়া মাতিয়ে রাখবেন জেদ্দাবাসীকে।

অন্যদিকে, ইসলামী দেশ তথা পবিত্র কাবা ও রাসুলের (সঃ) দেশ সৌদিআরবে গান আর নাচের আয়োজন নিয়ে তীব্র সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এমন আয়োজনে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

এক টুইটকারী প্রশ্ন তুলেছেন, বিশ্বনবীর দেশে এই কনসার্ট মানায় কিনা?

আরেকজন বলেছেন, এটি স্পষ্ট শরীয়তের লংগন। যাহা করা হলে অসম্মান হবে সৌদিআরবের।

এমন আয়োজন অন্ততঃ সৌদিতে হবেনা, আশাবাদ এক সৌদি যুবকের।

তবে পত্র পত্রিকার সংবাদে জানাযায়, ৩১ জানুয়ারি নির্ধারিত সময়ে সেই মারিয়া চেরি কনসার্ট হচ্ছে।

Logo-orginal