, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে জালিয়াতির হোতা পাক, ভারত ও বাংলাদেশী আটক

প্রকাশ: ২০১৯-০১-১৬ ১৫:৪৭:২৫ || আপডেট: ২০১৯-০১-১৬ ১৫:৪৭:২৫

Spread the love

কূয়েত সিটি:পাকিস্তানি ভারতীয় ও বাংলাদেশী ৩ নাগরিকে আটক করেছে কুয়েত সিআইডি পুলিশ।

ড্রাইভিং লাইসেন্স ও সিভিল আইডি জালিয়াতির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

সংবাদ দেশটির আরবী দৈনিক আল রাইয়ের।

কুয়েতের গোয়েন্দা পুলিশ প্রমাণপত্রসহ জালিয়াতির জন্য এই তিনজনকে আটক করে।

কেডি ৩০০ থেকে ৫০০ দিনারের বিনিময়ে বিদেশি নাগরিকদের জন্য ড্রাইভিং লাইসেন্স এবং আইডি জালিয়াতি করে বানিয়ে দিত।

আটক তিনজন, একজন পাকিস্তানি, ভারতীয় ও বাংলাদেশী নাগরিক।

সিআইডি সুত্র এ প্রকাশ, তাদের একটি টিম নিবিড় তদন্ত করে অভিযোক্তদের আটক করে।

তাদের বাসা থেকে নথিপত্র, বিভিন্ন জাল লাইসেন্স, সিভিল আইডি এবং স্ট্যাম্প, জালিয়াতির জন্য ব্যবহৃত সরঞ্জাম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লেনদেনের প্রমাণ খুঁজে পেয়েছে ।

আটকৃতদের পরিচয় পরিচয় প্রকাশ করেনি কতৃপক্ষ ।

Logo-orginal