, শনিবার, ৪ মে ২০২৪

admin admin

দিল্লিতে পাকিস্তানী কূটনৈতিক আটকের তীব্র প্রতিবাদ

প্রকাশ: ২০১৯-০১-১৪ ১৩:৪৩:২৪ || আপডেট: ২০১৯-০১-১৪ ১৩:৪৩:২৪

Spread the love

নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে আটকের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। এর মধ্য দিয়ে নয়াদিল্লি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে বলে অভিযোগ ইসলামাবাদের।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন এ খবর জানায়।

ইসলামাবাদের পররাষ্ট্র সূত্র জানায়, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে পাকিস্তানের হাইকমিশনের এক কর্মকর্তাকে ভারতীয় কর্তৃপক্ষ আটক করেছে। কয়েক ঘণ্টা পর তার কাছ থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়।

সূত্র আরও জানায়, বিষয়টি নিয়ে ভারতের কর্তৃপক্ষের সঙ্গে উত্থাপনের আগেই তাকে মুক্তির আগে মুচলেকা দিতে বাধ্য করা হয়।

ইসলামাবাদের কূটনীতিকরা জানান, বিদেশি কূটনীতিকের সঙ্গে নয়াদিল্লির এমন আচরণ ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। পাকিস্তান এর প্রতিবাদ জানায়।

এদিকে ভারতীয় গণমাধ্যম দাবি করছে- নয়াদিল্লির একটি মার্কেটে ভারতীয় এক নারীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন ওই কর্মকর্তা। এ ঘটনায় ওই নারী স্থানীয় থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

গণমাধ্যম জানায়, তাকে পুলিশ স্টেশনে অভিযোগকারীর কাছে ক্ষমা চাওয়ার পর তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে ভারত সরকার জানায় তাকে আটক করা হয়নি।

Logo-orginal