, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar rtm

বান্দরবানের পুলিশ সুপার পিপিএম সেবা পদকে ভূষিত, আরটিএম নিউজের অভিনন্দন

প্রকাশ: ২০১৯-০১-২৯ ২২:০৮:২৭ || আপডেট: ২০১৯-০১-২৯ ২২:০৯:৪০

Spread the love

বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা পদকে ভূষিত হলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ পদক প্রদান করবেন।

জানা যায়, গেল বছর গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখায় ‘পিপিএম-সেবা’ পেলেন তিনি।

মঙ্গলবার উপসচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

জাকির হোসেন মজুমদার ছাড়াও ওই পদক পেয়েছেন পুলিশের আরো ১৪২ কর্মকর্তা। এছাড়া পেশায় অসীম সাহসিকতা ও বীরত্বমূলক কাজের স্বীকৃতি হিসেবে ৪০ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) দেয়া হয়েছে। এবং ১০৪জনকে বিপিএম-সেবা পদক দেয়া হয়েছে। গত বছর ১৮২ জন পুলিশ পদক পেলেও, এবার রেকর্ড সংখ্যক ৩৪৯ জন কর্মকর্তা পদক পেলেন।

এদিকে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা পদকে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে আরটিএম নিউজ পরিবার। আরটিএম নিউজ পরিবারের পক্ষে বান্দরবানের থানচি প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম (শহিদ) এ অভিনন্দন জানান।

Logo-orginal